লক্ষ্মীর ভান্ডার নিয়ে অভিনব নির্বাচনী মিছিলে শতাধিক মহিলা


মালদা: মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভান্ডার। এবারে মুখ্যমন্ত্রীর সেই প্রকল্পকে সামনে রেখে লক্ষ্মীর ভান্ডার নিয়ে অভিনব নির্বাচনী মিছিলে অংশ নিলেন শতাধিক মহিলা। মঙ্গলবার মালদার ইংলিশ বাজার ব্লকের যদুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের জহুরপুর, খাসপাড়া, মডেল কলোনি সহ একাধিক এলাকায় অনুষ্ঠিত হয় এই নির্বাচনী মিছিল। নির্বাচনী মিছিলে শতাধিক মহিলা লক্ষ্মীর ভার কেউ হাতে নিয়ে আবার কেউ মাথায় নিয়ে অংশ নেন। জানা যায় যদুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৩ নম্বর আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী রবিনূর খাতুন এবং ১৪ নম্বর আসনের প্রার্থী সরিফুন নিসার সমর্থনে গ্রামের মহিলারা লক্ষ্মীর ভার নিয়ে এই নির্বাচনী মিছিলে অংশ নিয়েছিলেন। তৃণমূল প্রার্থীরা জানান আজ ঘরে ঘরে লক্ষ্মীর ভান্ডার। তার পাশাপাশি দিকে দিকে উন্নয়ন। তাই মানুষ তৃণমূলের পাশে আছে। তা দেখে বিরোধী প্রার্থীরা ভয় পেয়েছে। তাই ভোটের মুখে স্থানীয় কংগ্রেস প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে টাকা বিলি করছে। তবে যদিও এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস প্রার্থীর।

Malda: CM’s dream project Lakshmi Bhandar. This time, hundreds of women took part in the fancy election procession with Lakshmi Bhandar in front of the Chief Minister’s project. This election rally was held in several areas including Jahurpur, Khaspara, Model Colony of Jadupur number one village panchayat of Malda English Bazar block on Tuesday. Hundreds of women took part in the election procession, some carrying Lakshmi’s burden in their hands and others on their heads. It is known that the women of the village took part in this election rally with the support of the Trinamool Congress candidate Rabinur Khatun of seat number 13 of Jadupur village panchayat number 1 and the candidate of seat number 14 Sarifun Nisa. Trinamool candidates said that Lakshmi Bhandar is in every house today. Along with that, the development is on the side. So, people are with the grassroots. The opposition candidates are afraid to see that. Therefore, in the face of the election, the local Congress candidates are going door to door and distributing money. However, the Congress candidate of the local Gram Panchayat has claimed that all these allegations are baseless.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights