তৃণমূলের একুশে জুলাই শহীদ স্মরণ সভাকে সাফল্যমন্ডিত করার উদ্দেশ্যে রাজ্য জুড়ে শুরু হয়েছে প্রচার এবং প্রস্তুতি


মালদাঃ কলকাতার ধর্মতলায় তৃণমূলের একুশে জুলাই শহীদ স্মরণ সভাকে সাফল্যমন্ডিত করার উদ্দেশ্যে রাজ্য জুড়ে শুরু হয়েছে প্রচার এবং প্রস্তুতি তারই অঙ্গ হিসাবে মঙ্গলবার সকালে পুরাতন মালদা পৌরসভার ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম তার নিজস্ব ওয়ার্ডে অর্থাৎ কুড়ি নম্বর ওয়ার্ডের মির্জাপুর এলাকায় শহীদ ২১ শে জুলাই জনসভা কে সাফল্যমন্ডিত করার উদ্দেশ্যে নিজের হাতে রং তুলে নিয়ে দেওয়াল লিখন করে প্রচার শুরু করেন। এ বিষয়ে ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান তৃণমূলের সুপ্রিমো মাননীয়া মমতা ব্যানার্জির নির্দেশে প্রতিবছর শহীদ কর্মীদের স্মৃতির উদ্দেশ্যে ধর্মতলায় শহীদ দিবস পালিত হয় সেই শহীদ দিবসকে সফল করার উদ্দেশ্যে আমাদের প্রচার।

Malda: Campaigning and preparations have started across the state to make Trinamool’s July 1st Martyrs Memorial Meeting at Dharmatala, Kolkata a success. As part of that, the Vice Chairman of Old Malda Municipality Shafiqul Islam on Tuesday morning in his own ward i.e. Mirzapur area of ​​Ward number 20 to make his 21st July Martyrs’ public meeting a success. Picked up paint in hand and started campaigning by writing on the wall. In this regard, Vice Chairman Shafiqul Islam said that on the instructions of Trinamool supremo Hon’ble Mamata Banerjee, every year Martyr’s Day is celebrated at Dharmatala to commemorate the martyred workers, our campaign is to make the Martyr’s Day a success.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights