গোবরডাঙ্গা রূপান্তরের ৫০ বছর উপলক্ষে প্রথম পর্বের নাট্য উৎসব


ইন্দ্রজিৎ আইচঃ গোবরডাঙা রূপান্তরের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানের প্রথম পর্বের অনুষ্ঠান গত ২২ এবং ২৩ শে জুলাই দুদিন ধরে অনুষ্ঠিত হলো। শিল্পায়ন স্টুডিও থিয়েটারে ২২ জুলাই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিটি মালঞ্চের কর্ণধার দেবাশিস সরকার , উদয় কুমার দাস ( সংস্কার ভারতী , দক্ষিণবঙ্গ) , আশিস চট্টোপাধ্যায় ( পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমি সদস্য ) এবং রূপান্তরের সভাপতি শশাঙ্ক শেখর দত্ত ও নাট্যগুরু শ্যামল দত্ত । দীপা ব্রহ্ম মঞ্চে রূপান্তরের ৫০ বছরের কর্ম কান্ডের ইতিহাস তুলে ধরেন মঞ্চে উপস্থিত সকল বক্তাগন । সাম্প্রতিক পরপাড়ে গমন করেছেন রূপান্তরের বন্ধুদল শিল্পায়নের বিশিষ্ট অভিনেত্রী দীপা ব্রহ্ম তাঁর কথাও প্রসঙ্গ ক্রমে উঠে আসে বক্তাগনের আলোচনায়। এই সংক্ষিপ্ত অনুষ্ঠানের পরেই শুরু হয় রূপান্তরের শিশু কিশোর বিভাগের প্রযোজনা সোনালী ভোরের স্বপ্ন নাটককার – ড: দীপায়ণ নাথ ও নির্দেশনা – প্রতাপ সেন । ২৫ জন শিশু শিল্পী যে দাপটের সঙ্গে মঞ্চে অভিনয় করেছে বহুদিন আসা করি দর্শকবৃন্দের মনে থাকবে। দ্বিতীয় টি ছিলো হনুয়া কা বেটা ইউনিটি মালঞ্চর নাটক “। তৃতীয় নাটক ছিলো গোবরাপুর থিয়েটারের আলো আঁধারে । দ্বিতীয় দিন অর্থাৎ ২৩ শে জুলাই রূপান্তরের নিজস্ব প্রযোজনা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অমর কাব্যনাট্য বিসর্জন অবলম্বনে আত্মাহুতি সমস্ত দর্শক শ্রোতাদের মন ভড়িয়ে দিয়েছে। এই নাটকের নির্দেশক ছিলেন রূপান্তরের নাট্য গুরু শ্যামল দত্ত। তারপর ছিলো দ্বিতীয় নাটক থিয়েটার প্রসেনিয়ামের ঘর ছাড়ার ডাক । উৎসবের শেষ নাটক ছিলো হরিপাল নাট্য প্রহরীর শুখা মাটির শূলিনী। রূপান্তরের এই উৎসবে সঙ্গীত পরিবেশন করেন চন্দন দেবনাথ , সুদীপ্তা মুখার্জী , অব্দিক দাস এবং শিল্পী সেন। রূপান্তর এর মূল অনুষ্ঠান আগামী ২২ থেকে ২৫ শে ডিসেম্বর পর্যন্ত গোবরডাঙা পৌর টাউন হলে অনুষ্ঠিত হবে। রূপান্তর এর এই নাট্য উৎসবের সামগ্রিক পরিকল্পনা ভাবনা ও নির্দেশনা নাট্যগুরু শ্যামল দত্ত।

Indrajit Aich: The first phase of the Gobardanga 50th anniversary event was held on July 22nd and 23rd for two days. Debashis Sarkar, leader of Unity Malanch, Uday Kumar Das (Sanskar Bharti, South Bengal), Ashish Chattopadhyay (West Bengal Natya Akademi member), and Shashank Shekhar Dutt, president of Panamvan and theater guru Shyamal Dutt, were present at the opening ceremony on July 22 at Shilpayan Studio Theatre. All the speakers present on the stage presented the history of 50 years of transformation of Deepa Brahm Manch. Deepa Brahm, a famous actress of industrialization, has recently joined the Friends of Transformation, and her words also come up in the discussion of the speakers. After this short program, the production of Sonali Bhorer Swapna Dramatist – Dr. Deepayan Nath and Director – Pratap Sen was started by the Shishu Kishore Department of Paramvan. 25 child artists who performed on the stage with power will be remembered by the audience for a long time. The second play was Honua ka Beta Unity Malanchar Natak”. Shyamal Dutt. Then the second play was Theater Proscenium’s call to leave the house. The last play of the festival was Shukha Mati Shulini by Haripal Natya Parhari. Chandan Debnath, Sudipta Mukherjee, Abdik Das, and Shilpi Sen performed music in this festival of transformation. The main program of transformation is from 22nd to 25th It will be held at the Gobardanga Municipal Town Hall till December 10. The overall planning and direction of this theater festival of transformation is by theater guru Shyamal Dutt.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights