“স্কাইলাব” নাটকটি উপস্থাপনার গুণে দর্শকদের মনে জায়গা করে নেবে


ইন্দ্রজিৎ আইচঃ ” স্কাইল্যাব ” – আড়িয়াদহ ক্লাইম্যাক্স-র এই নতুন নাটকটি সম্প্রতি মঞ্চস্থ হলো উত্তর কলকাতার মিনার্ভা থিয়েটার হলে। নাটকটি লিখেছেন বিমল বন্দ্যোপাধ্যায়। নাসার পাঠানো স্পেস স্টেশন ” স্কাইল্যাব ” তার কক্ষচ্যুত হয়ে পৃথিবীর দিকে প্রবল গতিতে ধেয়ে আসছে। রটনা অনুযায়ী আর এক সপ্তাহের মধ্যেই পৃথিবীর বুকে আছড়ে পড়ে ধূলিস্যাৎ করে দেবে মানবকুল। এমন অবস্থায় গোবর্ধন বাবার আশ্রমে ভন্ড সাধুবাবা আর তার সহযোগী ধনুষ্টঙ্কার নানান রকম মাদুলী বিক্রি করে ভীত সন্ত্রস্ত জনগণের থেকে টাকা লুটছে। একসময় বাবার আশ্রমে আসে অনন্ত গোপাল, গর্জন সিংহ, মস্তান প্রাণকেষ্ট। প্রত্যেকেই স্কাইল্যাব এর এই পতনকে তাদের ব্যক্তিগত সার্থসিদ্ধিতে কাজে লাগাতে চায়। অবশেষে প্রবেশ করে দরিদ্র সহায় সম্বল হীন এক বৃদ্ধা। একসময় , অল্প বয়সে বিধবা হয়ে অন্যের বাড়িতে ঝি গিরি করে সে ছেলেকে মানুষ করেছে। ছেলে বড় হয়ে বিয়ে করে অন্য জায়গায় গিয়ে বউ – ছেলে নিয়ে থাকে। ছেলে লজ্জা বোধ করে তার মা লোকের বাড়ি ঝি এর কাজ করতো বোলে। পাশাপাশি সেই মা ছাগলের দূধ বিক্রি করে সংসার চালাতেন। সেই বিধবা মা সাধুবাবার কাছে একটি পুরনো আংটি র বদলে সে তিনটি মাদুলি চায়। একটা তার নাতিকে পরাবে। অন্য দুটি তার ছাগলের জন্যে। এই স্কাইল্যাব যেন তার ছাগলের কোনো ক্ষতি না করে। আর তার সাথে সাধুবাবাকেও সে একটি মাদুলি পরে থাকতে বলে। কারণ জগতের সবার কথা ভাবতে গিয়ে যদি নিজের কথা ভুলে যান তাই। জগৎ সংসারের সমস্ত সুখ, আনন্দ থেকে বঞ্চিত হয়েও বৃদ্ধার মনের এই মমত্ববোধ দেখে ভন্ড সাধুরও চোখ জলে ভরে ওঠে। মাতৃ স্বরূপা বৃদ্ধার পায়ের ধুলো মাথায় নিয়ে সে তার প্রতারণা কারবার বন্ধ করে দেয়। সব মিলিয়ে এই নাটক আলাদা উপলদ্ধির নাটক। এই নাটকে দারুন অভিনয় করেছেন (ধনুষ্টঙ্কার) অমৃত রায়, (গোবরর্ধন বাবা) রাজীব বর্ধন, (অনন্ত গোপাল) অর্ণব ভট্টাচার্য্য,
(গর্জন সিংহ) সৌম্যজিত মন্ডল, (প্রাণকেস্ট) তন্ময় সাহা এবং (বৃদ্ধা মা)-র চরিত্রে সবিতা দাস। এই নাটকে তপন বিশ্বাস এর আবহ, অসিত সাহার আলো যথাযথ। সব মিলিয়ে আড়িয়াদহ ক্লাইম্যাক্স এর এই দুটি নাটক সকল নাট্যমোদী দর্শকদের মন ভরাবে।

Indrajit Aich: “Skylab” – Ariadh Climax’s new play was recently staged at Minerva Theater Hall, North Kolkata. The play is written by Bimal Banerjee. The space station “Skylab” sent by NASA is hurtling toward Earth after its orbit. According to rumors, within a week, the human race will hit the earth and destroy it. In such a situation, in Govardhan Baba’s ashram, the hypocrite Sadhubaba and his accomplice Dhanushtanka are stealing money from the frightened people by selling various types of Maduli. Once Anant Gopal, Garjan Singh, and Mastan Pranakesht came to Baba’s ashram. Everyone wants to use this fall of Skylab for their personal gain. Finally, a poor, helpless old woman entered. Once, widowed at a young age, she raised her son by living in another’s house. When the son grows up, he gets married and goes to another place with his wife and son. The son felt ashamed and said that his mother used to work in the house of people. Besides, that mother ran the family by selling goat’s milk. He asks the widow’s mother Sadhubaba for three madulis instead of an old ring. One will wear his grandson. The other two are for his goats. May this Skylab not harm his goats. And he asked Sadhubaba to wear a Maduli with him. Because if you forget about yourself while thinking about everyone in the world. Despite being deprived of all the happiness and joy of the world, the eyes of the hypocrite Sadhu are also filled with tears seeing this sense of compassion in the heart of the old woman. Taking the dust off the feet of the matriarchal old woman on her head, she stopped her cheating business. All in all, this drama is a drama of different achievements. (Dhanushtankar) Amrit Roy, (Gobarardhan Baba) Rajeev Vardhan, (Anant Gopal), and Arnav Bhattacharya acted well in this drama. (Garjan Singh) Soumyajit Mondal, (Prankaest) Tanmoy Saha, and Savita Das as (Old Mother). Tapan Biswas’ atmosphere and Asit Sahar’s lighting are appropriate in this play. All in all, these two dramas of Ariadah Climax will fill the hearts of all theater lovers.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights