শিক্ষারত্ন 2023 পুরস্কারে সম্মানিত হতে চলেছেন প্রধান শিক্ষক সুদীপ্ত সিংহ রায়


জয়দীপ মৈত্র,দক্ষিণ দিনাজপুর: শিক্ষারত্ন 2023 পুরস্কারে সম্মানিত হতে চলেছেন দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের ইন্দ্রণারায়ণপুর কলোনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদীপ্ত সিংহ রায়।এমন খবরে খুশির হাওয়া গঙ্গারামপুরের শিক্ষামহলে। উল্লেখ্য গঙ্গারামপুর শহরের বাসিন্দা সুদীপ্ত সিংহ রায়।১৯৯৭ সাল থেকে শিক্ষকতা শুরু করেন। ২০০৮ সালে গঙ্গারামপুর শহরের ৮নং ওয়ার্ডে অবস্থিত ইন্দ্রনারায়ণপুর কলোনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করেন তিনি। তার হাত ধরেই নতুন করে সেজে উঠেছে ইন্দনারায়নপুর কলোনি উচ্চ বিদ্যালয়। বর্তমানে বিদ্যালয়ে ছাত্র ছাত্রীর সংখ্যা 378জন। শিক্ষক শিক্ষিকা রয়েছে 25জন। শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজকর্মে যুক্ত সুদীপ্ত বাবু। এদিকে প্রায় ২৫বছর শিক্ষকতা করবার পর এবছর শিক্ষারত্ন পুরস্কার পেতে চলছে সুদীপ্ত বাবু। স্বাভাবিক ভাবেই এমন খবরে খুশির হওয়া গঙ্গারামপুরের শিক্ষামহলে। আজ 5ই সেপ্টেম্বর ভার্চুয়াল মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরস্কার তুলে দেবেন সুদীপ্ত সিংহ রায়ের হাতে।

Joydeep Maitra, South Dinajpur: Sudipta Singh Roy, headmaster of Indranarayanpur Colony High School, Gangarampur, South Dinajpur district, is going to be honored with the Education 2023 award. The atmosphere of happiness in Gangarampur’s education center is filled with such news. Sudipta Singh Roy is a resident of Gangarampur. He started teaching since 1997. In 2008, he took charge of the head teacher of Indranarayanpur Colony High School located in Ward No. 8 of Gangarampur city. Indanarayanpur Colony High School has been renovated with his hands. Currently the number of students in the school is 378. There are 25 female teachers. Apart from teaching, Sudipta Babu is involved in various social activities. Meanwhile, Sudipta Babu is going to receive the Education Award this year after teaching for almost 25 years. Naturally, Gangarampur’s education center is happy with such news. State Chief Minister Mamata Banerjee will hand over the award to Sudipta Singh Roy today on September 5 through virtual media.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights