এক বিশেষ সচেতনতা শিবির


পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে,বরাবাজার থানার পুলিশের ব্যবস্থাপনায় এবং বরাবাজার বিক্রম মেমোরিয়াল কলেজের সহযোগিতায় আয়োজিত হল এক বিশেষ সচেতনতা শিবিরের। বর্তমানে বহুল প্রচলিত সামাজিক মাধ্যম গুলিতে দিনদিন বেড়ে চলা বিভিন্ন অপরাধ মূলক কাজ এবং আরো বেশ কিছু বিষয় নিয়ে আজকের এই সচেতনতা শিবিরে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে সচেতনতার বার্তা দেওয়া হয়। এই শিবিরটি দুপুর বারোটা নাগাদ বরাবাজার বিক্রম টুডু মেমোরিয়াল কলেজের প্রেক্ষাগৃহে আয়োজিত হয়।পুরুলিয়া জেলা পুলিশের মুখ্য আরক্ষাধক্ষ্য অভিজিৎ ব্যানারজীর মস্তিষ্ক প্রসূত সহায় এফের ব্যবহার, কার্যকারিতা ইত্যাদি সম্পর্কে কলেজের অধ্যাপক অধ্যাপিকা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং উপস্থিত সমস্ত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দেন পুলিশ সুপার স্বয়ং। পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত আজকের সচেতনতা শিবিরে কলেজ ও বিদ্যালয় মিলে আনুমানিক দু হাজার ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। আজকের শিবিরে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলার পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি, অতিরিক্ত পুলিশ সুপার অম্লান কুসুম ঘোষ, মানবাজার মহকুমার এসডিপিও বরুন বৈদ্য, বরাবাজার থানার আইসি পার্থসারথি চক্রবর্তী, বরাবাজার বিক্রম টুডু মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ চন্দ্রকান্ত পান্ডা,অধ্যাপক আশিষ কুমার নায়েক, কলেজের আরো অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা বরাবাজার ব্লক এলাকার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা এবং আরও অন্যান্য বিশিষ্টজনেরা।

A special awareness camp was organized under the initiative of Purulia District Police, under the management of Barabazar Police Station and in collaboration with Barabazar Vikram Memorial College. In today’s awareness camp, awareness messages are given to the students about various criminal acts and several other issues that are increasing day by day in the popular social media. This camp was organized at Barabazar Bikram Tudu Memorial College auditorium at around 12 noon. The brainchild of Purulia District Police Chief Superintendent Abhijit Banerjee, the Superintendent of Police gave a special message to the college professors, schoolteachers and all the students present about the use and effectiveness of Sahay F. self Approximately two thousand students from colleges and schools participated in today’s awareness camp organized by Purulia District Police. Purulia District Superintendent of Police Abhijit Banerjee, Additional Superintendent of Police Amlan Kusum Ghosh, Manbazar Subdivision SDPO Barun Vaidya, Barabazar Police Station IC Parthasarathy Chakraborty, Barabazar Bikram Tudu Memorial College Principal Chandrakant Panda, Prof. Ashish Kumar Naik, and other college professors were present in the camp today. Head teachers, teachers and other dignitaries of various schools in the block area.

About The Author


Verified by MonsterInsights