এলাকায় মদ-মাদক দ্রব্য বন্ধ ও প্রস্তাবিত বাজি কারখানা বন্ধ করার দাবীতে নাগরিক কনভেনশনের ডাক গ্রামবাসীদের।


পূর্ব মেদিনীপুরঃ এগরা ১নং ব্লকের ছত্রি গ্রামে রাস্তার বেহাল অবস্থা। ছত্রি বাঁধ থেকে হরিজন প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় চার কিলোমিটার রাস্তা খানা খন্দে পরিপূর্ণ। রাস্তা রুপায়নের দাবিতে নাগরিক কনভেনশনের ডাক গ্রামবাসীদের। মূল দাবি ছত্রি বাঁধ পিচকরন, মদ- মাদকদ্রব্য বন্ধ, ছত্রি অঞ্চলে প্রস্তাবিত বাজি কারখানা বন্ধ করার দাবিতে এই নাগরিক কনভেনশন।এই কনভেনশনের উদ্যোগতাদের অভিযোগ বারেবারে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রশাসনের কাছে জানানো সত্বেও এই রাস্তা রূপায়ণের ক্ষেত্রে প্রশাসন কোন ভূমিকা গ্রহণ করেনি। এগরা-১নং ব্লক ও ২নং ব্লকের মূল সংযোগকারী রাস্তা যেখানে এই এলাকার প্রতিদিন প্রায় কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। এখানে স্বাস্থ্য কেন্দ্র, ব্যাংক, প্রাথমিক বিদ্যালয়,হাই স্কুল, পোস্ট অফিস থাকা সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে রাস্তা রুপাযয়ণের কোন প্দক্ষেপ গ্রহণ করা হয়নি। এই বেহাল রাস্তায় প্রতিদিন টোটো অটো মোটরবাইক সাইকেল এক্সিডেন্ট করছে। অসুস্থ কোন রোগীকে কয়েক কিলোমিটার রাস্তা ঘুরে হাসপাতালে নিয়ে যেতে হয়। তাই আগামী ১২ অক্টোবর বৃহস্পতিবার বিকাল চার’টার সময় ছত্রি হাট ১নং প্রাথমিক বিদ্যালয়ে আন্দোলন শক্তিশালী করতে নাগরিক কনভেনশন। নাগরিক কনভেনশনের আহ্বায়ক বৃন্দ এই এলাকার সমস্ত গ্রামবাসীদের উপস্থিত থেকে দাবি আদায়ের লক্ষ্যে সাফল্য মন্ডিত করার আহ্বান জানিয়েছেন।

East Medinipur: Bad condition of road in Chhatri village of Block 1, Egra. About four kilometers of road from Chhatri Dam to Harijan Primary School is full of potholes. Villagers call for a civic convention to demand the construction of roads. The main demands of this civic convention are to demolish the Chhatri dam, stop alcohol and drugs, and stop the proposed betting factory in the Chhatri area. Despite the complaints of the organizers of this convention to the administration from various organizations, the administration has not done anything in the construction of this road. did not accept the role. The main connecting road of Egra-1st block and 2nd block where thousands of people travel every day in this area. Although there are health centers, banks, primary schools, high schools, post offices, no steps have been taken by the administration to improve the roads. Toto auto motorbike cycle accidents are happening daily on this bad road. A sick patient has to travel several kilometers to the hospital. Therefore, on Thursday, October 12, at four o’clock in the afternoon, a civic convention will be held at Chhatri Hat No. 1 Primary School to strengthen the movement. The convenors of the civic convention called upon all the villagers of the area to attend and celebrate the success of the demand.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights