দিল্লী কান্ডের জেরে সারা রাজ্যের পাশাপাশি নদীয়াতেও কেন্দ্রীয় মন্ত্রীদের কুশপুতুল জ্বালিয়ে প্রতিবাদ বিক্ষোভ তৃণমূলের


গোপাল বিশ্বাস ,নদীয়া- দিল্লীর বুকে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের হেনস্তার ঘটনাকে ঘিরে তোলপাড় দেশ তথা রাজ্য। মঙ্গলবার রাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের এমপি বিধায়কদের আটকের ঘটনার প্রতিবাদ জানিয়ে নদীয়ার কালীনারায়ণপুর সহ রাজ্যের একাধিক জায়গায় পথ অবরোধে সামিল হয়, তৃণমূলের তরফে,।পাশাপাশী বুধবার সারা রাজ্যের পাশাপাশি নদীয়া জেলার শান্তি পুর, নবদ্বীপ সহ বিভিন্ন প্রান্তে কেন্দ্রীয় মন্ত্রীদের কুশপুতুল জ্বালিয়ে প্রতিবাদ বিক্ষোভ দেখয় তৃণমূলের তরফে । এদিন নদীয়ার শান্তিপুরের রাজপথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও গিরিরাজ সিংহের কুশপুতুল জ্বালিয়ে প্রতিবাদ শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেসের। প্রাকৃতিক দূর্যোগ উপেক্ষা করেই বুধবার বিকেলের পর নবদ্বীপ স্বরূপগঞ্জ ঘাট সংগ্লগ্ন এলাকায় নবদ্বীপ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিক্ষোভে সামিল হয় তৃণমূলের তরফে।তৃণমূল নেতৃত্বদের দাবি, রাজ্যের বকেয়া টাকা একশো দিনের কাজের টাকা সহ সাধারণ মানুষের হকের টাকা চাইতে যাওয়া হয়েছিল দিল্লিতে। সেখানে শান্তি শৃঙ্খলা বজায় রেখে প্রতিবাদে সামিল হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের এমপিও বিধায়করা। আর সেখানে দিল্লী পুলিশের অমানবিক ব্যাবহার, ও অহেতুক লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। পাশাপাশি বাংলার হাজার হাজার মানুষের প্রতিবাদে ভয় পেয়েছে নরেন্দ্র মোদি। সেই কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের বিধায়কদের আটক করে পেশির জোর খাটানোর চেষ্টা করছে কেন্দ্র আমরা এর তীব্র ধিক্কার জানাই কেন্দ্র সরকারের এই স্বৈরাচার আমরা শেষ থেকে ছাড়বো।

Gopal Biswas, Nadia- The country and the state are in a state of uproar over the harassment of Trinamool Congress leaders and ministers in Delhi. On Tuesday night, Trinamool MPs along with Abhishek Banerjee protested the detention of MLAs and participated in road blockades in several places of the state, including Kalarayanpur in Nadia, on behalf of Trinamool. On Wednesday, Trinamool also burnt effigies of central ministers in various parts of Nadia district including Shantipur, Nabadwip. . On this day, Shantipur city Trinamool Congress protested by burning effigies of Prime Minister Narendra Modi and Giriraj Singh on the streets of Shantipur in Nadia. Ignoring the natural calamity, after Wednesday afternoon in the area adjacent to Navadwip Swarupganj Ghat, Navadwip block Trinamool Congress took part in the protest on behalf of the Trinamool. The Trinamool leaders claimed that the due money of the state including one hundred days’ work money went to Delhi to ask for the right of common people. Abhishek Banerjee and MPO MLAs of Trinamool joined the protest there maintaining peace and order. And there the inhuman behavior of the Delhi Police, and unnecessary lathi-charge, trying to disperse it. Besides, Narendra Modi is afraid of the protest of thousands of people of Bengal. That is why the center is trying to flex its muscles by arresting Abhishek Banerjee and Trinamool MLAs. We strongly condemn this tyranny of the central government.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights