চোরকে আমরা জেল খাটাবোই, জেলে স্থান দেবোই, নবদ্বীপে বললেন সাংসদ জগন্নাথ সরকার


গোপাল বিশ্বাস, নদীয়া- সম্প্রতি দিল্লির আন্দোলনের পর রাজ্যে রাজ ভবন ঘেরাওএর ডাক দেয় তৃণমূল কংগ্রেস। আর বৃহস্পতিবার সকাল থেকেই প্রাকৃিতিক দূর্যোগ উপেক্ষা করেই কোলকাতার রাজ ভবন ঘেরাও কর্মসূচীতে যোগ দিতে দেখা গেল তৃণমূল কংগ্রেসকে। উল্লেখ থাকে দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতৃত্বের ওপর দিল্লি পুলিশের নিগৃহের প্রতিবাদে সাড়া রাজ্যের পাশাপাশি নবদ্বীপ, শান্তিপুরেও প্রধান মন্ত্রী, সহ কেন্দ্রীয় মন্ত্রীদের কূশপুতুল দাহ কর্মসূচী পালন করে তৃণমূল। আর বৃহস্পতিবার রাজভবন ঘেরাও কর্মসূচীর ডাক দেয়। আর তৃণমূল কংগ্রেসের এই সামগ্রিক কর্মসূচীকে কার্যত তীর্যক ভাষায় আক্রমন করে রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার। বৃহস্পতিবার সন্ধ্যায় নবদ্বীপ শহরের বড়ালঘাট এলাকায় বিজেপি মহিলা মোর্চার এক কর্মসূচীর আয়োজন করে, সেখানেই উপস্থিত ছিলেন সাংসদ জগন্নাথ সরকার, এছাড়াও এদিনের বিজেপির এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয়, রাজ্য, সহ জেলা ও স্থানীয় একাধিক নেতৃত্ব ও কর্মী সমর্থক। সেখানেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাংসদ জগন্নাথ সরকার বলেন, আন্দোলন করতেই পারে,তৃণমূল কিন্তু তাতে শালিনতা, ও ভদ্রতা থাকা দরকার, বিজেপি কোন দিনও প্রতিহিংসা পরায়ন রাজনীতি করে না, বরং তৃণমূল যে ভাবে এই রাজ্যে নোংরা রাজনীতি করছে, কখনো বিরোধী দলের নেতা কর্মীদের বাড়ি ঘেরাও, হামলা, কখনো বিরোধী দের আন্দোলনে হামলা এটা নিন্দনিয়। দিল্লিতে প্রায় প্রতিদিনি বিভিন্ন রাজ্যের থেকে বিভিন্ন রাজনৈতিক দলের তরফে বিভিন্ন দাবী দাওয়া ডেপুটেশন আন্দোলন করে কখনো তাদের সাথে কোন কিছু ঘটে নি আসলে সবকিছুর একটা নিয়ম আছে, কিন্তু তৃণমূল কোনদিন কোন নিয়ম মানে না। পাশাপাশি সাংসদ জগন্নাথ সরকার এ রাজ্যে বিভিন্ন বিষয়ে কেন্দ্রীয় তদন্ত কারী সংস্থার তদন্ত প্রসঙ্গে বলেন সব তদন্ত হচ্ছে আদালতের নির্দেশে, কিন্তু যারা চুরি করছে তাদের জেলে যেতেই হবে, আর তৃণমূল কংগ্রেস তাদের চুরি ঢাকতেই এই কূশপুতুল দাহ, রাজভবন ঘেরাও করছে, কিন্তু এতে কোন লাভ হবে না প্রয়োজনে ইডি সিবিআই আরও হবে যারা চুরি করেছে তারা জেলের ভিতরে ঢুকবেই।

Gopal Biswas, Nadia – Trinamool Congress has called for Raj Bhavan siege in the state after the recent agitation in Delhi. And since Thursday morning, Trinamool Congress was seen joining the Raj Bhavan siege program in Kolkata, ignoring the natural calamity. It is mentioned that in response to the protest against Delhi Police’s surveillance of the Trinamool leadership including Abhishek Banerjee in Delhi, the Trinamool carried out the Kushputul Dah program of the Chief Minister, including the Central Ministers in Nabadwip, Shantipur as well. And on Thursday Raj Bhavan called for a program of siege. And Ranaghat Lok Sabha MP Jagannath Sarkar attacked this overall program of the Trinamool Congress practically in italics. On Thursday evening, BJP Mahila Morcha organized a program in Baralghat area of ​​Nabadwip city, MP Jagannath Sarkar was present there, also many leaders and workers supporters of BJP central, state, sub-district and local were present in this program of BJP. There, MP Jagannath Sarkar said, facing the media, the Trinamool can protest, but there should be decency and gentleness in it. BJP never does revenge politics, but the way Trinamool is doing dirty politics in this state, sometimes they surround the houses of opposition party leaders and workers. , Attacks, sometimes attacks on opposition movements, it is reprehensible. In Delhi, almost daily deputation movement from different states on behalf of different political parties, nothing ever happened to them, in fact there is a rule for everything, but Trinamool never obeys any rule. In addition, MP Jagannath Sarkar said about the investigation of the Central Investigation Agency on various issues in the state, all investigations are being conducted on the orders of the court, but those who are stealing must go to jail, and the Trinamool Congress is burning these puppets to cover up their theft, surrounding the Raj Bhavan, but it will not be of any use. If necessary, ED CBI will be more and those who stole will go inside the jail.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights