এক প্রতিবাদ কর্মসূচি


১০০ দিনের কাজের এবং আবাস যোজনার বকেয়া টাকা আনতে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব দিল্লী অভিযান করেন। সেখানে গিয়ে ধর্নায় বসেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি, মন্ত্রী, সাংসদ,বিধায়ক এবং আরো অন্যান্য নেতৃত্ব। সেখানে দিল্লী পুলিশ অভিষেক ব্যানার্জিকে ওই ধর্না মঞ্চ থেকে তুলে নিয়ে গিয়ে আটক করেন। আর তারই প্রতিবাদে আজ বরাবাজার বাইপাস মোড়ে এক প্রতিবাদ কর্মসূচি পালিত হল বরাবাজার ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। বাইপাস মোড়ে তৃণমূল কংগ্রেসের যুব কর্মীরা টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করেন। উপস্থিত ছিলেন বরাবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি লম্বোধর মাহাতো, বরাবাজার ব্লক যুব তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি দীপক কুমার মাহাতো, সহ-সভাপতি সুমিত মন্ডল এবং আরো অন্যান্য যুব নেতৃত্বরা।

The Trinamool Congress leadership launched a campaign in Delhi to collect the dues of the 100-day work and housing scheme. Trinamool Congress All India General Secretary Abhishek Banerjee, Ministers, MPs, MLAs and other leaders sat there. There, Delhi Police took Abhishek Banerjee from the stage and arrested him. A protest program was held today at the Barabazar Bypass intersection under the initiative of the Barabazar Block Youth Trinamool Congress. Trinamool Congress youth workers protested by burning tires at the bypass intersection. Barabazar Block Trinamool Congress Block President Lambodhar Mahato, Barabazar Block Youth Trinamool Congress Youth President Deepak Kumar Mahato, Vice President Sumit Mondal and other youth leaders were present.

About The Author


Verified by MonsterInsights