নবদ্বীপ বিধানসভার দুই ব্যাবসায়ীর বাড়ি সহ জেলার একাধিক জায়গায় ইডি হানা


গোপাল বিশ্বাস ,নদীয়া : বুধবার সকাল হতেই ফের খবরের শিরোনামে উঠে আসে নদীয়া। নদীয়ার নবদ্বীপ ব্লকের স্বরূপগঞ্জ, কোতোয়ালী থানার ভালুকা, কৃষ্ণনগর জাহাঙ্গীরপুর দক্ষিণপাড়া, মল্লিক পাড়া, সহ শান্তিপুর, রানাঘাট, কল্যানীর একাধিক জায়গায় বুধবার সকাল থেকেই শুরু হয় ইডির তল্লাশি অভিযান। সুত্র মারফত জানা যায় ২০১৪ সালে রেশন দুর্নীতি নিয়ে নাম জড়ায় নদীয়ার কৃষ্ণনগর জাহাঙ্গীরপুর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা বিশ্বজিৎ প্রামাণিকের,আজ সেই রেশন দুর্নীতি নিয়ে বুধবার ভোর হতেই পাচ সদস‍্যের ইডির আধিকারিকদের টীম হানা দেয়, আর সকাল থেকে শুরু হয় বিশ্বজিৎ প্রামাণিকের বাড়িতে জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি।

একই ভাবে নবদ্বীপ বিধান সভার, অন্তর্ভুক্ত কোতোয়ালি থানার ভালুকা পুরাতন বাজার,ভুসিমাল ব্যাবসায়ীকল্যান সাধুখার দোকানে হাজির হয় ED আধিকারিকেরা, সুত্র মারফত জানা যায় চলে দফায় দফায় জিজ্ঞাসাবাদ, ক্ষতিয়ে দেখ হয় তার ব্যাবসায়ীক খাতা পত্র সহ ব্যাংক এর নথিও। একই ভাবে নবদ্বীপ ব্লকের স্বরূপগঞ্জ এলাকায় ফকির তলায় হরি সাহা নামে এক ব্যবসায়ীর বাড়িতে ED হানা দেয় । জানা যায় ঐ ব্যবসায়ীর বাড়িতে সকাল প্রায় ৭.৩০ টা নাগাদ হানা দেয় । স্থানীয় সুত্রে জান যায় ঐ হরি সাহা নামে ব্যাক্তির একটি গমের মিল , কাপরের ব্যবসা সহ একাধিক ব্যবসা রয়েছে ।

একই ভাবে শান্তিপুরের বাবলা কন্দ খোলা সংলগ্ন শান্তিপুর বাইপাসের রাস্তার পাশে অবস্থিত ই এস এস জি ই ই রাইস মিল এবং জিকে এগ্রো ফুড প্রোডাকশন নামে একটি রাইস মিল এবং আটা কলে হানাদেন ED আধিকারিকেরা। ওই দুটি কারখানারই মালিক কলকাতা থেকে আগত সুব্রত ঘোষ নামে ব্যাবসায়ীর বলে জান যায়।সেখানে তিনটি গাড়িতে আটজনের প্রতিনিধি আনুমানিক সাড়ে আটটা নাদাগ আসে, সেখানেও মালিকের সাথে চলে নানা জিজ্ঞাসাবাদ। জানা যায় জি কে এগ্রো ফুড প্রোডাকশনের ওই কারখানায় সন্দেহজনক কোন বিষয় নিয়েই তাদের তদন্তে আসা।

Gopal Biswas, Nadia: From Wednesday morning, Nadia is again in the headlines. The search operation of the ED started on Wednesday morning in several places of Swarupganj of Navadwip block of Nadia, Bhaluka of Kotwali police station, Krishnanagar Jahangirpur Dakshinpara, Mallik para, Shantipur, Ranaghat, Kalyani. It is known through the source that Biswajit Pramanik, a resident of the Jehangirpur Dakshinpara area of ​​Krishnanagar, Nadia, was involved in ration corruption in 2014. Today, a five-member ED team raided the officials of Biswajit Pramanik on that ration corruption early on Wednesday morning, and the interrogation and search started at Biswajit Pramanik’s house. Similarly, the ED officers appeared at the shop of Bhaluka Old Market, Vusimal Business Kalyan Sadhukha of Nabadwip Vidhan Sabha, Kotwali Police Station, and the sources said that they were interrogated, and their business ledger and bank documents were damaged. Similarly, ED raided the house of a businessman named Hari Saha on the Fakir floor in the Swarupganj area of ​​Nabadwip block. It is known that the businessman’s house was attacked around 7.30 a.m. It is known from local sources that the person named Hari Saha has several businesses including a wheat mill and a cotton business. Similarly, ED officials raided EDGE Rice Mill and GK Agro Food Production, a rice mill and flour mill located along Shantipur Bypass Road adjacent to Babla Kanda Khola in Shantipur. The owner of those two factories is a businessman named Subrata Ghosh, who came from Calcutta. A representative of eight people in three cars arrived at approximately 8:30 a.m., and the owner was also interrogated there. It is known that they came to the factory of GK Agro Food Production to investigate any suspicious matter.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights