মহুয়া মৈত্র ২০২৪ এ তৃণমূলের হয়ে ভোটে দাড়ালে জনগন তাকে ঢোঙ্গা করে পাঠিয়ে দেবে, নবদ্বীপে শিল্পী সংসদের অনুষ্ঠানে এসে হুশিয়ারী দিলেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার!


CAA নিয়ে বিরোধীরা রাজনীতি করছে, CAA লাঘু হবেই, বললেন মন্ত্রী শান্তনু ঠাকুর

গোপাল বিশ্বাস, নদীয়া- রবিবার নদীয়ার নবদ্বীপ শহরে সারা ভারত কীর্তন বাউল ও ভক্তিগীতি কল্যাণ ট্রাস্ট ( শিল্পী সংসদের) এর মহা সমাবেশের আয়োজন করা হয়, নবদ্বীপ ধাম রেল স্টেশন সংগ্লগ্ন রেলওয়ে রিক্রিয়েশনের মাঠে। এদিনের এই সমাবেশে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি, তথা বালুরঘটের সাংসদ সুকান্ত মজুমদার, ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, সর্ব ভরতীয় শিল্পী সংসদের সভাপতি সিদ্ধার্থ নস্কর সহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃত্ব ও কর্মী সমর্থক সহ কয়েকহাজার মতুয়া, বাউল, কীর্তন সহ বিভিন্ন ক্ষেত্রের শিল্পী ও সমর্থকেরা। সেখানেই উপস্থিত হয়ে একাধারে যেমন শান্তনু ঠাকুর CAA নিয়ে রাজ্য সরকার সহ কংগ্রেস ও বিরোধীদের একহাত নেন, পাশাপাশি সুকান্ত মজুমদারও একই ভাবে বিরোধী দের কটাক্ষের পাশাপাশি মহুয়া মৈত্রকে নিয়েও তীর্যক ভাষায় কটাক্ষ করেন। শান্তনু ঠাকুর বলেন ২০০ বছর বাস করার পরেও রোহিঙ্গারা বিতাড়িত হয়েছিল শুধুমাত্র থাইল্যান্ড থেকে আসার কারণে, ভারত ভাগের সময় জাতি গত ভাবে এদেশে তাদের বাসস্থান এবং নিরাপত্তা দেওয়ার কথা থাকলেও তা আজও সম্ভব হয়নি। বিগত কংগ্রেস সহ বিরোধী সরকার দায় এড়ালেও বর্তমান কেন্দ্রীয় সরকার সি এ এ চালু করে আইনের মাধ্যমে দেশবাসী হিসেবে স্থায়ী তালিকায় নাম তুলতে উদ্যোগী হয়েছে ।

রেশন কার্ড ভোটার কার্ড প্যান কার্ড পাসপোর্ট এই সমস্ত বিভিন্ন বিভাগীয় কাজ কর্মের জন্য। বিরোধী রাজনৈতিক দল তা নিয়ে ভুল বুঝিয়ে ভোট বাক্সে লাভবান হলেও মানুষের জন্য ভাবে কেন্দ্রীয় সরকার । তাই শুধু পশ্চিমবঙ্গ নয় মহারাষ্ট্র মধ্যপ্রদেশ ছত্রিশগড় বিহার সহ বিভিন্ন রাজ্যে বসবাসকারী এদেশে আগত বিপুল সংখ্যক মানুষের আগামী প্রজন্মের স্থায়ী বাসস্থানের এবং নিরাপত্তার নিশ্চিত করতে সি এ এ চালু করে তাদের সুনির্দিষ্ট পরিচয় পত্র দেওয়া হবে।

তিনি আরও বলেন, অতীতের তিক্ত অভিজ্ঞতায় আগামী এক দু’শো বছর বাদে কোন সরকার থাকবে আর তারা কি সিদ্ধান্ত নেবে তা কারোরই জানা নেই তাই আইনগত স্থায়ী নাগরিকত্ব দিতে চলেছে স্বাধীনতার পরবর্তী সময়ে একমাত্র বিজেপি সরকার। এ বিষয়ে অত্যন্ত দূরদর্শী এবং মানবিক প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিতে চলেছে সেই সুফল ভোগ করবে আগামী দিনের প্রজন্ম।

পাশাপাশি শান্তনু ঠাকুর বলেন বিগত দিনে যারা এদেশে প্রথম এসেছেন তারা সমস্ত সরকারি সুযোগ সুবিধা ভোগ সহ নিরাপত্তা পেলেও বেশিরভাগ ক্ষেত্রেই বাস করতে হচ্ছে কোথাও রেল লাইনের পাশে কোথাও খাস জমিতে । এরকম সংখ্যাটা কম নয়, শুধু পশ্চিমবঙ্গে নয় ভারতের বিভিন্ন রাজ্যে লক্ষ লক্ষ পরিবার রয়েছেন দুর্দশায়, স্বাধীনতার পরবর্তী সময়ে একমাত্র বিজেপি সরকার তাদের কথা ভেবেছে। এদিনের অনুষ্ঠানের আয়োজক সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের এই যুগান্তকারী পদক্ষেপে কে সাধুবাদ জানিয়ে স্থায়ী নাগরিকত্ব পাওয়ার অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন

পরবর্তীতে বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার বলেন রাম মন্দির স্থাপনে দিন সকলে দীপ বা প্রদীপ জ্বালিয়ে আরো একবার দীপাবলি পালন করা হবে। সারাদেশের মানুষের চাহিদাতে তৈরি হয়েছে রাম মন্দির। সাথে মঞ্চে সকলের সাথে করতাল বাজিয়ে কীর্ত্তনও গাইতে দেখা গেল সুকান্ত মজুমদারকে।

এদিন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মহুয়া মৈত্র প্রসঙ্গে বলেন ধর্মের কল ঠিক নরে, উনি মা কালিকে নিয়ে বিদ্রুপ মন্তব্য করেছিলেন একবছরও হয়নি, তার জবাব উনি পেয়েছেন এরপর উনি ভোটে দাড়ালে মানুষ তাকে ঢোঙ্গা করে পাঠিয়ে দেবে! পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য ব্যাবস্থা নিয়েও রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন, তিনি বলেন রাজ্যের স্বাস্থ্য ব্যাবস্থারই অস্বাস্থ্যকর অবস্থা, মূখ্য মন্ত্রী নিজেই দাবী করেছিলেন কোলকাতার প্রথম সারীর সরকারি হাসপাতালে তার ভুল চিকিৎসা হয়েছিলো, তাহলে সাধারণ মানুষের কি হবে ভবতে হবে।

এবং মূখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পারিবারিক বিয়ের অনুষ্ঠানকেও কটাক্ষ করে বলেন এই প্রথম দেখলাম সরকারি টাকায় বিয়ে হচ্ছে, এরপর রাজ্য সরকার ও পুলিশ ঘটকালি বা প্রজাপতি অফিস খুলবে। সব মিলিয়ে লোকসভা নির্বাচনের আগে নদীয়ার নবদ্বীপে এদিনের এহেন সমাবেশে যে পরিমান জনসমাগম ঘটেছিলো তা বিজেপির যথেষ্ট মনোবল বৃদ্ধি পাবে বলেই মত ওয়াকিবহাল মহলের।

Opposition is playing politics on CAA, CAA will be reduced, said Minister Shantanu Thakur

Gopal Biswas, Nadia- A grand gathering of Sara Bharat Kirtan Baul and Bhakti Geeti Kalyan Trust (Shilpi Sangsad) was organized in Navadwip town of Nadia on Sunday, at Railway Recreation ground adjacent to Navadwip Dham railway station. State BJP president and Balurghat MP Sukanta Majumder, Union Minister Shantanu Thakur, Sarva Bharatiya Shilpi Sangsad President Siddharth Naskar along with leaders and workers from different levels of the organization along with thousands of artists and supporters of various fields including Matua, Baul, Kirtan were present in this gathering. Appearing there, like Shantanu Thakur took the Congress and the opposition together with the state government on the CAA, Sukant Majumder similarly taunted the opposition and also taunted Mahua Maitra. Shantanu Thakur said that even after living for 200 years, the Rohingyas were evicted only because they came from Thailand, even though the nation was supposed to give them shelter and security in this country during the partition of India, it has not been possible. Even though the opposition government, including the previous Congress, avoided responsibility, the current central government has taken the initiative to add names to the permanent list as citizens through the law by introducing the CAA. Ration Card Voter Card PAN Card Passport for all these various departmental functions. Although the opposition political parties misconceived it and gained at the ballot box, the central government thinks for the people. Therefore, a large number of people living in different states including West Bengal, Maharashtra, Madhya Pradesh, Chhattisgarh Bihar will be given specific identity cards by introducing CAA to ensure permanent residence and security of the next generation. He also said that in the bitter experience of the past, no one knows what government there will be in the next two hundred years and what they will decide, so the only BJP government after independence is going to give legal permanent citizenship. Future generations will benefit from the decision that the very visionary and humane Prime Minister is going to take in this regard.

Besides, Shantanu Thakur said that in the past, those who came to this country for the first time got all the government facilities and security, but in most cases they have to live somewhere near the railway line somewhere on private land. Such a number is not small, not only in West Bengal but also in various states of India there are millions of families in distress, only the BJP government has thought about them since independence. On behalf of the organizing organization of this day’s event, the central government applauded this landmark step and wished in advance to get permanent citizenship. Later, BJP state president and MP Sukanta Majumder said that everyone will light a lamp or lamp on the day of the construction of the Ram temple and celebrate Diwali once more. Ram Mandir has been built according to the needs of people all over the country. Sukant Mazumdar was also seen playing the cymbals and singing kirtan with everyone on the stage. On this day, he faced the media and said about Mahua Maitra, the call of religion is not correct, it has not been a year since he made a sarcastic comment about Maa Kali, he got his reply and then if he stood for the polls, people would send him as a fake! In addition, he expressed his anger against the state government regarding the health system of the state, he said that the health system of the state is unhealthy, the chief minister himself claimed that he was treated wrongly in the first line government hospital of Kolkata, then what will happen to the common people. And also took a dig at Chief Minister Mamata Banerjee’s family wedding ceremony and said this is the first time I have seen a wedding being done with government money, then the state government and police will open Ghatkali or Prajapati office. All in all, before the Lok Sabha elections, the number of people gathered in this rally in Navadwip, Nadia, is believed to increase the morale of the BJP.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights