২০২৪-২৫ অর্থ বর্ষে এ রাজ্যের জন্যে ৩.১৫ লক্ষ কোটি টাকা ঋণের লক্ষমাত্রা নাবার্ডের


ডেস্ক রিপোর্টঃ ২০২৪-২৫ অর্থ বর্ষে পশ্চিমবঙ্গ রাজ্যের জন্যে কৃষি, ক্ষুদ্র শিল্প সহ বিভিন্ন অগ্রাধিকার খাতে ৩.১৫ লক্ষ কোটি টাকা ঋণের লক্ষ মাত্রা ধার্য করল নাবার্ড।
যা বিগত বছরের তুলনায় ১৬.৭% বেশি। নাবার্ডের উদ্যোগে কলকাতায় আয়োজিত স্টেট ক্রেডিট সেমিনারে একথা জানিয়েছেন নাবার্ডের পশ্চিমবঙ্গ আঞ্চলিক শাখার সি জি এম উষা রমেশ। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন বর্তমানে সব থেকে বড় সমস্যা। সেই কথা মাথায় রেখেই কৃষি, ক্ষুদ্র শিল্প ও গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন অগ্রাধিকার ক্ষেত্রে এই ঋণ দেওয়ার লক্ষমাত্রা রাখা হয়েছে। ‘স্টেট ফোকাস পেপার’ এর উদ্বোধন করে রাজ্যের মুখ্য সচীব ভগবতী প্রসাদ গোপালিকা বলেন, গ্রামীন অর্থনীতির উন্নয়নে এই ঋণ কৃষকদের সহযোগীতা করবে। এদিনের আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এ রাজ্যের অতিরিক্ত মুখ্য সচীব ড. মনোজ পন্ত, রাজ্যের কোয়াপারেশান বিভাগের অতিরিক্ত মুখ্য সচীব ড. কৃষ্ণ গুপ্তা ও কৃষি বিভাগের প্রধান সচীব ওঙ্কার সিং মিনা, স্টেট ব্যাঙ্কের সি জি এম প্রেম অনুপ সিনহা প্রমুখ।

Desk Report: NABARD has set a credit target of Rs 3.15 lakh crore for the state of West Bengal for 2024-25 in various priority sectors, including agriculture and small industries. Which is 16.7% more than the previous year. This was stated by Usha Ramesh, CGM, West Bengal Regional Chapter of NABARD at the State Credit Seminar organized by NABARD in Kolkata. “Climate change is the biggest problem right now. Keeping this in mind, the credit has been targeted for various priority sectors including agriculture, small scale industries and rural infrastructure development. Launching the ‘State Focus Paper’, Chief Secretary Bhagwati Prasad Gopalika said that this loan will help farmers to develop the rural economy. Additional Chief Secretary Dr Manoj Pant, Additional Chief Secretary of State Cooperation Department Dr Krishna Gupta and Head Agriculture Secretary Onkar Singh Meena and State Bank of India CGM Prem Anup Sinha also spoke on the occasion.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights