পল্লিকবির ১৪১ তম জন্মবার্ষিকী পালনে কুমুদ সাহিত্য মেলা কমিটি


পারিজাত মোল্লা , “বাড়ি আমার ভাঙন ধরা অজয় নদের বাঁকে, জল যেখানে সোহাগ করে স্থলকে ঘিরে রাখে”। এই দুটি কবিতার লাইন বাঙালির আট থেকে আশি সকলেই জানেন। পূর্ব বর্ধমান জেলার কোগ্রামে পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিকের বসতভিটে মধুকর প্রাঙ্গণে টানা ১৫ বছর ধরে কুমুদ সাহিত্য মেলা কমিটি পালন করে আসছে কুমুদ সাহিত্য মেলা। এবারেও তার ব্যতিক্রম ঘটেনি। রবিবার সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত কবির আমবাগানে চলে সাহিত্য বিষয়ক মেলাটি। এবারের সাহিত্য মেলার উদ্বোধক ছিলেন রবীন্দ্র ভারতী সোসাইটির সাধারণ সম্পাদক সিদ্ধার্থ মুখোপাধ্যায়। প্রধান অতিথি ছিলেন বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের কার্যনির্বাহী চেয়ারম্যান শ্যামল ঘটক। অনুষ্ঠান সভাপতি ছিলেন বিধান শিশু উদ্যানের সম্পাদক গৌতম তালুকদার।বিশিষ্ট অতিথি হিসেবে ছিলেন কলকাতা হাইকোর্টের আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়, শীর্ষেন্দু সিংহরায়, বৈদূর্য ঘোষাল। কাজি নজরুল ইসলামের বংশধর সোনালি কাজি, পল্লিকবি কুমুদ রঞ্জন মল্লিকের বংশধর মহাশ্বেতা বন্দ্যোপাধ্যায়, মঙ্গলকোট থানার আইসি মধুসূদন ঘোষ, বর্ধমান জেলা আদালতের সিনিয়র এপিপি সঞ্জয় ঘোষ,আন্তজার্তিক হোমিওপ্যাথি চিকিৎসক প্রকাশ মল্লিক, হুগলি জেলা আইনী পরিষেবা কর্তৃপক্ষের অফিস মাস্টার সাহানা খাতুন, সাহিত্যিক শুভাশীষ মল্লিক, বাংলাদেশের যশোরের লেখক কাজী নূর, চিকিৎসক অভয় সামন্ত, বাচিক শিল্পী দেবিকা মুখার্জি প্রমুখ। এবারে ১৭ জনকে রত্ন সম্মান দেওয়া হয় কুমুদ সাহিত্য মেলা কমিটির তরফে। টলিউডের সঙ্গীত পরিচালক অশোক ভদ্র কে ‘লোচনদাস রত্ন’, সঙ্গীত শিল্পী কুমকুম সেনগুপ্তকে ‘নজরুল ইসলাম রত্ন ‘, হাওড়া জেলা আইনী পরিষেবা কর্তৃপক্ষের অফিস মাস্টার প্রসেনজিৎ ভট্টাচার্যকে ‘নুরুল হোদা রত্ন’, সাংবাদিক সংগঠক শম্ভু সেনকে ‘সমীরণ চৌধুরী রত্ন’, সাংবাদিক পার্থ চৌধুরীকে পুরুষোত্তম সামন্ত স্মৃতি পুরস্কার, স্বাস্থ্য বিজ্ঞানী ডক্টর শ্যামলেন্দু চ্যাটার্জিকে বর্ধমান জেলা রত্ন, কেন্দ্রীয় সরকারের পেটেন্ট পাওয়া বিজ্ঞানী চন্দ্র নারায়ণ বৈরাগ্যকে মেমারি রত্ন, বাংলাদেশের ময়মনসিংহের লেখক পংকজ পালকে হাসান আজিজুল হক রত্ন, সাংবাদিক রফিকউদ্দিন মন্ডলকে দক্ষিণ দামোদর রত্ন, সমাজসেবী সফিকুল ইসলামকে খন্ডঘোষ রত্ন, বর্ধমান সহযোদ্ধার কর্মকর্তা সোমনাথ ভট্টাচার্যকে কাটোয়া মহকুমা রত্ন,আইনজীবী মাসুদ করীমকে মঙ্গলকোট রত্ন, আঞ্চলিক গবেষক নির্ম্মলেন্দু পালকে কালনা মহকুমা রত্ন, সমাজসেবী মুলচাঁদ আগরওয়ালাকে বীরভূম রত্ন, সাংবাদিক আমিরুল ইসলামকে সমীর ভট্টাচার্য রত্ন এবং পশুপ্রেমী সমাজসেবী আমির সেখকে মমতা মণ্ডল স্মৃতি পুরস্কার দেওয়া হয়। কুমুদ সাহিত্য মেলা কমিটির পক্ষে মোল্লা জসিমউদ্দিন, শ্যামলাল মকদমপুরী জানান -” এবছর আমরা কবির বাসভবনে কবির মূর্তি স্থাপন করলাম”এই মেলায় পল্লিকবি কুমুদ রঞ্জন মল্লিকের প্রতি শ্রদ্ধা জানাতে কবির লেখা কবিতার ওপরে পেইন্টিং করলেন কলকাতা থেকে পাঁচজন চিত্রশিল্পী। দীপঙ্কর সমাদ্দারের তত্ত্বাবধানে তিনি নিজে এবং সুদীপ্ত ভট্টাচার্য, উজ্জ্বল মুখার্জি, কৌশিক মজুমদার, বিশ্বনাথ দাস।।কবি কুমুদ রঞ্জন মল্লিকের বংশধর মহাশ্বেতা বন্দ্যোপাধ্যায় মোল্লা জসিম উদ্দিনের উপস্থিতিতে পাঁচজন চিত্রশিল্পীর আঁকা ছবিগুলি কবির গৃহে সংরক্ষণে রাখলেন।।

two poems are known to all eighty-eight Bengalis. The Kumud Sahitya Mela Committee has been holding the Kumud Sahitya Mela for 15 consecutive years at Madhukar premises in the residence of Pallikbi Kumudaranjan Mallick at Kogram in East Burdwan district. This time was no exception. The literary fair will be held at Kabir Ambagan from 9 am to 5 pm on Sunday. Siddharth Mukhopadhyay, general secretary of Rabindra Bharati Society, inaugurated this year’s literature fair. Shyamal Ghatak, Executive Chairman, Bar Council of West Bengal was the chief guest. Gautam Talukdar, editor of Bidhan Shishu Udyan was the president of the event. Jayant Narayan Chattopadhyay, lawyer of Calcutta High Court, Tishrendu Sinharai, Baidurya Ghoshal were the distinguished guests. Sonali Kazi, descendant of Kazi Nazrul Islam, Mahasweta Bandyopadhyay, descendant of Pallakibi Kumud Ranjan Mallik, Mangalkot Police Station IC Madhusudan Ghosh, Bardwan District Court Senior APP Sanjay Ghosh, International Homeopathy Doctor Prakash Mallick, Hooghly District Legal Services Authority Office Master Sahana Khatun, Literary Subhashish Mallick, Bangladesh. Jessore’s writer Kazi Noor, doctor Abhay Samant, Bachik artist Devika Mukherjee and others. This year 17 people were given Ratna Samman by Kumud Sahitya Mela Committee. ‘Lochandas Ratna’ to Tollywood music director Ashok Bhadra, ‘Najrul Islam Ratna’ to music artist Kumkum Sengupta, ‘Nurul Hoda Ratna’ to Howrah District Legal Services Authority office master Prasenjit Bhattacharya, ‘Samiran Chowdhury Ratna’ to journalist organizer Shambhu Sen, Purushottam to journalist Partha Chowdhury. Samant Smriti Award, Burdwan District Ratna to health scientist Dr. Shyamlendu Chatterjee, Memory Ratna to Central Government Patented Scientist Chandra Narayan Bairagya, Hasan Azizul Haque Ratna to writer Pankaj Pal of Mymensingh, Bangladesh Dakshin Damodar Ratna to journalist Rafiquddin Mondal, Khandhghosh Ratna to philanthropist Safiqul Islam, Officer of Burdwan Sahajodha. Somnath Bhattacharya was given the Katoa Sub-Division Ratna, lawyer Masood Karim the Mangalkot Ratna, regional researcher Nirmalendu Pal the Kalna Sub-Division Ratna, philanthropist Mulchand Agarwala the Birbhum Ratna, journalist Amirul Islam the Sameer Bhattacharya Ratna and animal lover philanthropist Amir Sekh the Mamata Mandal Memorial Award. On behalf of the Kumud Sahitya Mela Committee, Molla Jasimuddin, Shyamlal Mokdampuri said – “This year we installed the poet’s statue at the poet’s residence” In this fair, five painters from Kolkata painted on the poet’s poem to pay tribute to Pallikbi Kumud Ranjan Mallick. Under the supervision of Dipankar Samaddar, himself and Sudeepta. Bhattacharya, Ujjal Mukherjee, Kaushik Majumdar, Vishwanath Das.. Mahasweta Bandyopadhyay, a descendant of poet Kumud Ranjan Mallick, in the presence of Mulla Jasim Uddin kept the pictures painted by five painters in the poet’s house.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights