শুক্রবার রাত নটা নাগাদ কালিয়াচক পলিটেকনিক কলেজে এসে পৌঁছায় সিআইএসএফ বাহিনী


সুমিত ঘোষ, মালদা: এখনো ঘোষণা হয়নি নির্বাচন। তার আগেই কালিয়াচকে আসলো এক কোম্পানি সিআইএসএফ জওয়ান। শুক্রবার রাত নটা নাগাদ কালিয়াচক পলিটেকনিক কলেজে এসে পৌঁছায় সিআইএসএফ বাহিনী।লোকসভা নির্বাচন শান্তিপূর্ণ কালিয়াচক এলাকায় রুটম মার্চ শুরু হবে শনিবার থেকেই। এদিন রাতে পলিটেকনিক কলেজে জওয়ানদের থাকার ব্যবস্থা করা হয়। যদিও পলিটেকনিক কলেজে ক্লাস চলছে। এখনো ছুটি ঘোষণা করা হয়নি। তাই কালিয়াচক পলিটেকনিক কলেজের পাশের বিল্ডিংএ আপাতত তাদের থাকার ব্যবস্থা করা হয়। কালিয়াচক থানার আইসি সুমন রায়চৌধুরী বলেন, প্রাথমিকভাবে এক কোম্পানি সিআইএসএফ জওয়ান কালিয়াচকে পাঠানো হয়েছে। পরবর্তীতে আরও বেশ কয়েক কোম্পানির দল এখানে আসবে। কালিয়াচক পলিটেকনিক কলেজে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে।

Sumit Ghosh, Malda: Election not announced yet. Before that, a company of CISF jawans came to Kaliachak. CISF forces arrived at Kaliachak Polytechnic College around midnight on Friday night. The Lok Sabha Election Rotom March will begin in the peaceful Kaliachak area on Saturday. The jawans were accommodated at the polytechnic college that night. Although classes are going on in the polytechnic college. The holiday has not been declared yet. So for the time being they are accommodated in the building next to Kaliachak Polytechnic College. Kaliachak police station IC Suman Roychowdhury said that initially one company CISF Jawan Kaliachak has been sent. Later several other company teams will come here. They have been accommodated in Kaliachak Polytechnic College.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights