তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলী রায়হানের সমর্থনে নির্বাচনী প্রচারে লক্ষ্মীদের উৎসব / Lakshmi festival in the election campaign in support of Trinamool candidate Shahnawaz Ali Raihan


মালদা,২২ এপ্রিল : দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলী রায়হানের সমর্থনে নির্বাচনী প্রচারে লক্ষ্মীদের উৎসব। কাজী গ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নির্বাচনী প্রচার।
সভা শুরুর আগে লক্ষ্মী ভান্ডার নিয়ে এলাকায় মিছিল মহিলাদের। এলাকার হাজার দুয়েক মহিলা অংশ নেন নির্বাচনী প্রচারে। সোমবার বিকেলে ইংরেজ বাজার ব্লকের কাজিগ্রাম অঞ্চলেরলক্ষ্মীপুর কলোনি এলাকায় নির্বাচনী সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন, মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান মধূমন্তী কর্মকার, পঞ্চায়েত সদস্য মাইনুল সেখ, কাজী গ্রাম পঞ্চায়েত সমিতির সদস্য কবিতা বসাক, অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সত্যজিৎ চৌধুরী, অঞ্চল অবজারভার হীরালাল সরকার সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব।
মমতা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সাধারণ মানুষের সামনে তুলে ধরে দক্ষিণ মালদা তৃণমূল কংগ্রেস প্রার্থীকে নির্বাচনে জয়ী করার আবেদন জানান তৃণমূল নেতৃত্ব।

Malda, April 22: Lakshmi festival in the election campaign in support of Trinamool candidate Shahnawaz Ali Raihan of South Malda Lok Sabha constituency. Kazi Gram Region Trinamool Congress Initiative Campaign. Before the start of the meeting, women marched in the area with Lakshmi Bhandar. Two thousand women in the area participated in the election campaign. An election meeting was organized in the Lakshipur Colony area of ​​the Kazigram area of ​​the English Bazar block on Monday afternoon. West Bengal State Government Minister Sabina Yasmin, Malda Zilla Parishad Chairperson Lipika Barman Ghosh, Kazigram Gram Panchayat Chief Madhumanti Karmakar, Panchayat Member Mainul Sekh, Kazi Gram Panchayat Samiti Member Kavita Basak, Regional Trinamool Congress President Satyajit Chowdhury, Regional Observer Hiralal Sarkar were present. Other grassroots leadership. The Trinamool leadership appealed to the South Malda Trinamool Congress candidate to win the election by presenting various developmental projects of the Mamata government to the common people.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights