‘৩ মাস পর দেশ থেকে বিজেপিকে গুটিয়ে দেব’! মুর্শিদাবাদে বিজেপিকে তোপ মমতার ! / ‘After 3 months I will wipe out the BJP from the country’! Mamata top BJP in Murshidabad!


রাজেন্দ্র নাথ দত্ত :মুর্শিদাবাদ : মুর্শিদাবাদে ভোটপ্রচারে ফের বিজেপির বিরুদ্ধে ধর্মীয় রাজনীতির অভিযোগ তুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ভোটে ফায়দা তুলতে ইচ্ছাকৃতভবে মুর্শিদাবাদে অশান্তি বাঁধানোর চেষ্টা হচ্ছে। আর বিজেপি যে ধর্মের নামে রাজনীতি করছে, সেটা আসল হিন্দু ধর্ম নয় বলেও দাবি মুখ্যমন্ত্রীর। শুক্রবার প্রথম দফার ভোটের দিন হরিহরপাড়ার সভায় তৃণমূলনেত্রী বললেন, “পরশুদিন ছোট্ট একটা ঘটনা ঘটিয়েছিল। কালকে আবার ঘটিয়েছিল। ওসি আহত হয়েছে। সব মিলিয়ে ১৯ জন আহত হয়েছেন।” মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, “কেন অস্ত্র নিয়ে মিছিল করবেন আপনারা? কে আপনাকে অধিকার দিয়েছে অস্ত্র নিয়ে মিছিল করার? কে অধিকার দিয়েছে মণিপুরে চার্চ পুড়িয়ে দেওয়ার, কে তোমাকে অধিকার দিয়েছে মসজিদ দেখলেই বোমা মারার? কে আপনাকে অধিকার দিয়েছে সংখ্যালঘু দেখলেই বাড়িতে এনআইএ ঢুকিয়ে দেওয়ার?এর পরই বিজেপির হিন্দুত্বকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, “যেটাকে ওরা হিন্দু ধর্ম বলছে, ওটা হিন্দু ধর্ম নয়। চাপিয়ে দেওয়া বহিরাগত দাঙ্গা দস্যু ধর্ম। এই ধর্ম রামকৃষ্ণের হিন্দু ধর্ম নয়, বহিরাগতদের চাপিয়ে দেওয়া দস্যু দাঙ্গা ধর্ম।” মুখ্যমন্ত্রীর সাফ কথা, ” আমি বেঁচে থাকতে বাংলায় এনআরসি হতে দেব না। আমি করতে দেব না। ইউনিফর্ম সিভিল কোডও করতে দেব না। ওটা চালু হলে আপনার আলাদা বলে কোনও ধর্মীয় রীতি থাকবে না।”উত্তরবঙ্গের প্রথম দফার ভোট শুরু হল ১৯ এপ্রিল। ভোট চলাকালীনই দক্ষিণবঙ্গে প্রচারে মমতা। আগামী ৭ মে ভোট জঙ্গিপুরে। মমতা জনসভা করছেন সেই জঙ্গিপুরেরই গতবারের জয়ী তৃণমূল সাংসদ এবং এ বারের প্রার্থী খলিলুর রহমানের হয়ে। মুর্শিদাবাদে তৃণমূলের লড়াই বাম-কংগ্রেসের বিরুদ্ধেও। সম্ভবত সেকারণেই ইন্ডিয়া জোটে নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, “বাংলায় কোনও ইন্ডিয়া জোট নেই। এখানে নাকি সিপিএম আর কংগ্রেস সিট শেয়ারিং করেছে। বিজেপির থেকে কিছু কিছু নিচ্ছে, আর এসব করছে।” মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ কথা, “দিল্লিতে ইন্ডিয়ার সরকার হলে সাহায্য করবে তৃণমূলই। আমরাই নেতৃত্ব দেব ইন্ডিয়া জোটের। জঙ্গিপুরের ছাবঘাটি কে ডি বিশ্ববিদ্যালয়ের ময়দানে জনসভায় তৃণমূল প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ বাংলা ভাষা নিয়ে। নাম না করে বললেন, ‘‘দেখি কত তুই বাংলা জানিস! দেখে দেখে রবীন্দ্র-নজরুল না বলে আমার মতো ঘুরে ঘুরে বল দেখি স্টেজে। তবে বুঝব চ্যালেঞ্জ করে গেলাম।বিজেপি চোর হ্যায়! স্লোগান দিতে দিতেই হঠাৎ থেমে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘‘পকেটমারদের দেখেছেন? যাঁরা পকেটমারী করে তাঁরাই প্রথমে পকেটমার পকেটমার বলে চিৎকার করে যাতে নিজেরা পালিয়ে যেতে পারে। বিজেপিও তাই করে। ওরা সবচেয়ে বড় চোর তাই চোর চোর করে চিৎকার করে বেড়াচ্ছে। আর সব চোরেরা বিজেপিতে গিয়ে ভাল হয়ে যাচ্ছে। ওয়াশিং মেশিন ভাজপা।’’ মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় ভিড়ের মধ্যে হুড়োহুড়ি। মঞ্চ থেকেই জনগনকে সংযত হতে বললেন মমতা। তিনি বললেন, ‘‘পদপিষ্ট হওয়ার পরিস্থিতি হলে আমি সভা ছোট করে দেব। এর দায়িত্ব আমি(মমতা বন্দ্যোপাধ্যায়) নেব না।’’মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘‘কেন্দ্রীয় বাহিনীকে আমি ভালবাসি। আমি ওদের বিরুদ্ধে নয়। কিন্তু বিজেপি ওদের পার্টি ক্যাডার হিসাবে ব্যবহার করছে। আমি একটা কথা ইংরেজিতে বলব। যাতে কথাটা নির্বাচন কমিশনের কানে পৌঁছয়। আমার প্রশ্ন, উত্তরবঙ্গের ভোটে শুধু কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হচ্ছে কেন? কেন সেখানে রাজ্য পুলিশ বা নিরাপত্তাবাহিনীকে ব্যবহার করা হচ্ছে না। তা হলে কী করে আমরা পক্ষপাতহীন ভোট হচ্ছে বলে বিশ্বাস করব।’’মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘‘উত্তরবঙ্গের ভোটে দুষ্টুমি হচ্ছে! আমি খবর পাচ্ছি। দশ বছর হয়ে গেল আবাসের টাকা দেওয়ার সময় পাওনি। আর এখন ভোটের সময় আবাসের আবেদনপত্র চাইতে এসেছে বিজেপি। কলসেন্টার থেকে ফোন করে বলছে, আবাসের টাকা চাই তা হলে অ্যাপ্লাই করুন। আসলে এ সব ভোট নেওয়ার জন্য। লজ্জা লজ্জা বিজেপির লজ্জা হওয়া উচিত। ’’মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ওরা ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে। আমি কর্মশ্রী করেছি। ৫০ দিন কাজ করলেই টাকা পাবেন। ভিড় উপচে পড়ছে জঙ্গিপুরে মমতার জনসভায়। সভা শুরুর আগে পাঁচ মিনিট মঞ্চে দাঁড়িয়ে ভিড় সামলালেন মানুষের।লোকসভা নির্বাচনের যে সমীক্ষাগুলিতে বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে, সেগুলিকে ভুয়ো বলে উল্লেখ করেছেন মমতা।তিনি বলেন, ‘‘দেশে ২০০টি আসনও পাবে না বিজেপি। সব সমীক্ষা ভুয়ো। লক্ষ লক্ষ টাকা ঢেলে সমীক্ষা করেছে। ওতে কান দেবেন না। মানুষের চোখ বলছে, বিজেপি জিতবে না।’’শুক্রবারের সভায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দেগেছেন মমতা।তিনি বলেন, ‘‘যার বিয়ে সে-ই পুরোহিত— এটা প্রথম দেখছি। কী করে রাজ্যের পুলিশকে পুরো বাদ দিয়ে আপনারা শুধু কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাচ্ছেন? যাতে লোকে ভোট দিতে না পারে?’’
মুর্শিদাবাদের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমি মিথ্যা কম বলি। সংসারে শান্তি বজায় রাখার জন্য যেটুকু প্রয়োজন, তার বাইরে মিথ্যা বলি না। রাজনীতিতে এই কারণেই আমি টিকে আছি।’’১০০ দিনের কাজের বিকল্প হিসাবে রাজ্যে ৫০ দিনের কাজের গ্যারান্টি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বললেন, ‘‘কেন্দ্র ১০০ দিনের কাজের টাকা দেয় না। আমি গ্যারান্টি দিচ্ছি। ৫০ দিনের কাজ করতে পারবেন। কেউ চাইলে ৬০ দিনও করতে পারেন।’’বিজেপির প্রকল্প বাংলায় করতে দেবেন না বলে জানান মমতা। তিনি বলেন, ‘‘আয়ুষ্মান ভারত’ করতে দেব কেন? কারও ঘরে স্কুটার থাকলে টাকা পাওয়া যাবে না। সবাই টাকা পাবে না এতে। আমরা নয় কোটি মানুষকে পরিষেবা দিচ্ছি। আমরা কেন ওই প্রকল্প করতে দেব?’’মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘দরকার হলে না খেয়ে থাকব, তবে বাংলায় এনআরসি করতে দেব না। জীবন বাজি রেখে বলছি। আমার জীবন থাকতে এনআরসি করতে দেব না।’’মুর্শিদাবাদের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘কেন্দ্রের বিরোধী জোট ‘ইন্ডিয়া’কে আগামী দিনে তিনিই নেতৃত্ব দেবেন। তবে বাংলায় সিপিএম এবং কংগ্রেস বিজেপির দালালি করে। তাই এখানে ওদের সমর্থন করব না।’’মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘পরিযায়ী শ্রমিকেরা যাঁরা রমজানে বাড়ি এসেছেন, ভোট না দিয়ে নড়বেন না এক পা-ও। ভোট না দিলে আধার কার্ড থেকে আপনার নাম বাদ দিয়ে দেবে। সিএএ, এনআরসি-তে নাম ঢুকিয়ে দেবে। বাংলায় এনআরসি হতে দেব না।হরিহরপাড়ার মঞ্চ থেকে বিজেপি আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, ‘‘এই মুর্শিদাবাদেই গদ্দার মিরজ়াফর বাংলাকে হারিয়ে দিয়েছিল। যারা প্রচুর টাকা করেছে তারাই বিজেপি করে। ওরাই ইডি, সিবিআইকে ভয় পায়। ১০ বছরে একটা কাজও করেনি বিজেপি।

Rajendra Nath Dutt: Murshidabad: Trinamool leader Mamata Banerjee again accused the BJP of religious politics during the poll campaign in Murshidabad. Mamata Banerjee alleged that there was a deliberate attempt to create unrest in Murshidabad to take advantage of the vote. The Chief Minister also claimed that the religion that the BJP is doing politics in the name of is not the real Hindu religion. At a meeting in Hariharpara on the day of the first phase of polling on Friday, the Trinamool leader said, “A small incident happened the day before yesterday. It happened again yesterday. The OC was injured. In all, 19 people were injured.” Mamata Banerjee’s question, “Why do you march with arms? Who gave you the right to march with arms? Who gave you the right to burn churches in Manipur, who gave you the right to bomb at the sight of a mosque? Who gave you the right to enter the NIA in the house at the sight of a minority?” Later, Mamata Banerjee targeted BJP’s Hindutva, saying, “What they call Hinduism, it is not Hinduism. Imposed exotic riot bandit religion. This religion is not Ramakrishna’s Hindu religion, it is a bandit riot religion imposed by outsiders.” Chief Minister’s clear words, “I will not allow NRC in Bengal while I am alive. I won’t let it. I will not allow a uniform civil code. If it is implemented, you will not have any religious tradition as a separate one.” The first phase of voting in North Bengal began on April 19. Mamata campaigned in South Bengal during the polls. Next May 7, the polls are in Jangipur. Mamata is holding a public meeting for the Trinamool MP who won last time and this time’s candidate Khalilur Rahman from the same Jangipur. The Trinamool’s fight in Murshidabad is also against the Congress. Perhaps that is why the Chief Minister made his position clear, “There is no India alliance in Bengal. CPM and Congress have shared seats here. Taking some things from BJP, and doing these things.” Mamata Banerjee’s clear words, “Trinamool will help if India’s government is in Delhi. We will lead the India alliance. Mamata Banerjee said in a public meeting in Jangipur’s Chabghati KD University Maidan in support of Trinamool candidate Khalilur Rahman, “Challenge Prime Minister Narendra Modi on the Bengali language. Without naming names, he said, “Look how much Bengali you know! Rabindra-Nazrul, like me, walk around and see the ball on the stage. But I will understand the challenge. BJP thief hai! While shouting slogans, Mamata Banerjee suddenly stopped and said, “Have you seen the pickpockets?” Pickpockets are the first to shout pickpocket pickpocket so they can run away. BJP does the same. They are the biggest thieves, so the thieves are shouting. And all the thieves are getting better by going to the BJP. Washing machine Bajpa.” Mamata Banerjee’s rally in the crowd rush. Mamata asked people to be restrained from the stage. He said, “If there is a situation of trampling, I will shorten the meeting. I (Mamata Banerjee) will not take the responsibility.” Mamata Banerjee said, “I love the Central Army. I am not against them. But BJP is using them as party cadre. I will say something in English. So that the word reaches the ears of the Election Commission. My question is, why is only the central force being used in the North Bengal polls? Why state police or security forces are not being used there? Then how can we believe that there is a bias-free vote? I am getting news. It’s been ten years since the housing payment was paid. And now the BJP has come to ask for the residence application form during the polls. The call center is calling and saying, if you want housing money, then apply. In fact, all this is for getting votes. Shame Shame BJP should be ashamed. “Mamata Banerjee said, they have stopped 100 days work money. I have done the work. You will get money only if you work for 50 days. The crowd is overflowing at Mamata’s rally in Jangipur. Five minutes before the start of the meeting, people stood on the stage and handled the crowd. Mamata said that the polls in which the BJP is ahead in the Lok Sabha elections are fake. She said, “BJP will not get even 200 seats in the country. All surveys are fake. Lakhs of rupees have been poured into the survey. Don’t listen to it. People’s eyes are saying that BJP will not win. How come you are voting with only the central forces leaving out the state police? So people can’t vote?”

Mamata Banerjee said from the meeting in Murshidabad, “I tell less lies.” Do not lie beyond what is necessary to maintain peace in the world. This is why I am surviving in politics.” Mamata Banerjee guaranteed 50 days of work in the state as an alternative to 100 days of work. He said, “The Center does not pay for 100 days of work. I guarantee. Can work for 50 days. If anyone wants, they can do it for 60 days. He said, “Why let Ayushman Bharat”? If there is a scooter in someone’s house, money will not be available. Not everyone will get money. We are serving nine crore people. Why should we allow that project to be done?” Mamata Banerjee said, “I will starve if necessary, but I will not allow NRC to be done in Bengal. I bet my life. I will not allow NRC to live. But in Bengal, CPM and Congress brokered BJP. So I will not support them here.” Mamata Banerjee said, “Migrant workers who have come home during Ramadan, will not move a single step without voting. Failure to vote will remove your name from your Aadhaar card. CAA will include names in NRC. I will not allow NRC in Bengal. Mamata Banerjee attacked BJP from the stage of Hariharpara. He said, “It was in this Murshidabad that Gaddar Mirzafar defeated Bengal. Those who have made a lot of money do BJP. They are afraid of ED, and CBI. BJP has not done any work in 10 years.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights