মুর্শিদাবাদে দাঁড়িয়ে অধীর চৌধুরীকে খোঁচা নওশাদের / Naushad punched Adhir Chowdhury while standing in Murshidabad


রাজেন্দ্র নাথ দত্ত:মুর্শিদাবাদ : লোকসভা নির্বাচনে সংযুক্ত মোর্চা জোটে বড়সড় জট। এমনকী ভোট শুরুর আগে-পরেও তা কাটেনি। আসন বণ্টন নিয়ে জটিলতা থেকে শুরু করে হাতে হাত ধরে লড়াই, কোথায় নির্বাচনী কৌশল ঠিক কী হবে, তা নিয়ে জটিলতা বেড়েইছে। পরিস্থিতি এখন এমন জায়গায় চলে গিয়েছে যে একসময়ের জোটসঙ্গীরাই একে অপরের সমালোচনায় মুখিয়ে। এই যেমন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। রবিবার জঙ্গিপুরের মাটিতে দাঁড়িয়ে নওশাদের কটাক্ষ, ”শুধুমাত্র নিজের সিটটাকে বাঁচাতে জোট ভেস্তে রাজ্যে তৃণমূল-বিজেপির হাত শক্ত করেছে অধীররঞ্জন চৌধুরী।” চব্বিশের নির্বাচনের আগে যা যথেষ্ট অস্বস্তিকর অধীররঞ্জন চৌধুরীর পক্ষে।ষষ্ঠবার সাংসদ হওয়ার লক্ষ্যে চব্বিশের লোকসভা ভোটে বহরমপুর থেকে কংগ্রেসের প্রার্থী হয়েছেন অধীররঞ্জন চৌধুরী। সেই আসনে তাঁকে সমর্থন করেছে বামফ্রন্ট। নিজের এলাকায় প্রচারে নেমে প্রায়শয়ই বিক্ষোভের মুখে পড়েছেন অধীর। তার চেয়েও বড় কথা তিনিও বারবার মেজাজ হারাচ্ছেন। বিক্ষোভ দেখানোয় এক যুবককে চড়ই মেরে দিয়েছেন! এনিয়ে নির্বাচন কমিশনে অভিযোগও দায়ের হয়েছে। বহরমপুরের পর নওদাতেও একই ঘটনা ঘটেছে। অধীর চৌধুরীকে ঘিরে বিক্ষোভ হয়েছে।নওশাদ সিদ্দিকির বক্তব্য, ”আসলে পরাজয়ের আশঙ্কা করছেন, তাই প্রচারে বেড়িয়ে মেজাজ হারাছেন অধীর।” তাঁর আরও অভিযোগ, ”শুধুমাত্র নিজের আসন বাঁচাতে জোট ভেস্তে রাজ্যে তৃণমূল-বিজেপির হাত শক্ত করেছে অধীররঞ্জন চৌধুরী।” উল্লেখ্য, এবারের লোকসভা নির্বাচনে বাম-কংগ্রেস আইএসএফকে বিশেষ আসন ছাড়েনি। সেই কারণে আইএসএফ নিজের শক্তিতে একাধিক কেন্দ্রে প্রার্থী দিয়েছে। বহরমপুর থেকেও প্রার্থী দেওয়ার পরিকল্পনা ছিল নওশাদদের। তবে এখনও পর্যন্ত সেই নাম ঘোষণা করেনি। এর পর রবিবার জঙ্গিপুরে দাঁড়িয়ে জোট জটিলতার জন্য ফের অধীর চৌধুরীকে দায়ী করলেন সংযুক্ত মোর্চা জোটের একমাত্র বিধায়ক।

Rajendra Nath Dutt: Murshidabad: Big trouble in the United Front alliance in the Lok Sabha elections. Even before and after the start of voting, it did not cut. From the complexity of seat distribution to hand-to-hand fighting, the complexity of where the election strategy will be, has increased. The situation has now gone to a point where the erstwhile allies are criticizing each other. Such is ISF MLA Naushad Siddiqui. Standing on the ground of Jangipur on Sunday, Naushad’s sarcasm said, “Trinamool-BJP has strengthened the hand of Trinamool-BJP in the state only to save his seat.” Before the 2024 election, which is quite uncomfortable for Adhirranjan Chowdhury. Adhirranjan has become a Congress candidate from Baharampur in the 24th Lok Sabha polls in order to become an MP for the sixth time. Chowdhury The Left Front supported him in that seat. Adhir often faced protests while campaigning in his area. More than that, he is losing his temper again and again. A young man was slapped for protesting! A complaint has also been filed with the Election Commission. After Baharampur, the same thing happened in Naoda. There have been protests around Adhir Chowdhury. Naushad Siddiqui’s statement, “Actually, he is afraid of defeat, so Adhir is losing his temper by campaigning.” He further complained, “Adhirranjan Chowdhury has strengthened the hand of Trinamool-BJP in the state by collapsing only to save his seat.” It should be noted that the Left-Congress did not leave a special seat to the ISF in this year’s Lok Sabha elections. That’s why ISF has given candidates in multiple centers on its own strength. Naushads also planned to field candidates from Baharampur. However, the name has not been announced yet. After this, standing in Jangipur on Sunday, Adhir Chowdhury was again blamed for the alliance’s complications, the only MLA of the United Front alliance.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights