Shuva Ghosh : ২৪ ও ২৫শে অক্টোবর দক্ষিনেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ কালিপুজো উপলক্ষে প্রত্যেক বছর ন্যায় এবছরও বহুদুর দুরান্ত থেকে অসংখ্য ভক্ত্য মানুষের আগমনের মন্দিরে ধুপ ও মোমবাতি গন্ধে সারা মন্দির জুড়ে সুন্দর বাতাবরণ তৈরি হয়। দক্ষিনেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপিট সভাপতি রিতেন ভাই এবং মাতৃসেবক ব্রহ্মচারী সম্পাদক মুরাল ভাই উপস্থিতে হোম ও যোগ্য ভক্তিগিতি মধ্যে দিয়ে মায়ের পুঁজা অর্চনা করা হয়। অন্যভোগ প্রসাদের ব্যাবস্থা করা হয়। এছাড়া আগামী ১৫ থেকে ২০ নভেম্বর মন্দির প্রাঙ্গণে পূজা হোম নর নারায়ন সেবা পরিবেশন করা হবে। শ্রীমৎ অন্নদা ঠাকুর মহোদয়ের ১০২তম সিদ্ধৎসব ও ৫৬ তম আদিষ্ট মন্দির প্রতিষ্ঠার দিবসের উপলক্ষে উৎসবে পূজা,হোম,ধর্মসভা ভক্তিগীতি কীর্তন সংগীতের মাধ্যমে উদযাপন করা হবে দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপিট উদ্যগে।
Shuva Ghosh: Like every year on the occasion of Dakshineswar Ramakrishna Sangha Adyapith Kali Puja on October 24 and 25, this year too, a beautiful atmosphere is created throughout the temple with the smell of incense and candles in the temple of the arrival of many devotees from far and wide. In the presence of Dakshineswar Ramakrishna Sangha Adapit President Ritten Bhai and Matrashevak Brahmachari Secretary Mural Bhai, the mother’s worship was offered through home and qualified devotional songs. Other bhog prasad is arranged. Apart from this, from November 15 to 20, puja home Nar Narayan Seva will be served in the temple premises. On the occasion of the 102nd Siddha Utsav of Shrimat Annada Thakur and the day of the establishment of the 56th Adishta Temple, the festival will be celebrated with the theme of puja, home, dharma sabha bhaktigiti kirtan music.