d71d8042-f328-4e83-bc71-a17ed5690d2b

এক ফ্রেমে কলকাতার নামী চিকিৎসকরা। তাঁদের দামি কথা সংকলিত করেছেন ‘ঈশ্বর যখন মানুষ’ বইটিতে। বইপ্রকাশ করেন বেলঘরিয়া রামকৃষ্ণ মিশন শিল্পপীঠের অধ‌্যক্ষ স্বামী ধ‌্যেয়ানন্দ, সাহিত‌্যিক রঞ্জন বন্দ‌্যোপাধ‌্যায়, পাবলিশার্স অ‌্যান্ড গিল্ডের প্রেসিডেন্ট সুধাংশু শেখর দে, ডা. সুকুমার মুখার্জি, ডা. সুরজিৎ চ‌্যাটার্জি, ডা. সায়ন পাল, ডা. যশোধরা চৌধুরি, ডা. অর্ঘ্য চট্টোপাধ্যায়, ডা. পার্থ কর্মকার, ডা. অর্ণব কর্মকার, ডা. শুভদীপ চক্রবর্তী, ডা. সায়ন গুপ্ত, ডা. অতনু পাল, ডা. রাজশ্রী রায়, ডা. রূপশ্রী দাশগুপ্ত, ডা. পায়োধি ধর, ডা. কাকলি চৌধুরী। সাহিত‌্যম প্রকাশনীর আয়োজনে বইয়ের আনুষ্ঠানিক প্রকাশ হয় বইমেলার মহাশ্বেতা দেবী হলে। মঙ্গলবার।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Enable Notifications OK No thanks
Verified by MonsterInsights