মালদা,১৪ জুলাই : মহদীপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের ৩৭ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো রবিবার। এদিন দুপুরে ভারত- বাংলাদেশ সীমান্ত মহোদীপুর স্থলবন্দর সংলগ্ন এলাকায় সংগঠনের নিজস্ব ভবনের সভাকক্ষে সাধারণ সভার আয়োজন করা হয়। স্থলবন্দর দিয়ে আমদানি ও রপ্তানির বিষয়ে আলোচনা এবং সীমান্তের রাস্তা সংস্কার সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় বার্ষিক সাধারণ সভায়। সভায় উপস্থিত ছিলেন, মহাদীপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নিখিল ঘোষ, সম্পাদক প্রসেনজিৎ ঘোষ, যুগ্ম সম্পাদক হৃদয় ঘোষ সহ অন্যান্য এক্সপোটাররা। মহদীপুর সীমান্ত দিয়ে আমদানি রপ্তানি, সীমান্তের রাস্তা সংস্কার এবং সারা বছরে আয় ব্যয়ের হিসেব-নিকেশ পেশ করা হয় সাধারণ সভায়। এক্সপোর্টারদের উন্নয়নের লক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে কি উদ্যোগ গ্রহণ করা হবে তা নিয়েও বিস্তারিত আলোচনা করেন সংগঠনের নেতৃত্ব।