রহস্যজনকভাবে নিখোঁজ দশম শ্রেণীর নাবালিকা ছাত্রী


মালদাঃ স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ দশম শ্রেণীর নাবালিকা ছাত্রী। নিখোঁজের 4 দিন পার করলেও এখনো কোনো হদিস মেলেনি ওই নাবালিকার বলে দাবি পরিবারের। ঘটনায় দিন কাটছে নাবালিকার পরিবার সহ পাড়া-প্রতিবেশীদের। অপহরণের অনুমানও করছে পরিবারের লোকজন। ঘটনাটি ঘটেছে মানিকচক থানার করিয়া সুলতানপুর এলাকায়। বৃহস্পতিবার গ্রামবাসীসহ নাবালিকার পরিবার মানিকচক থানার পুলিশের দ্বারস্থ হয়। দ্রুত ওই নবালিকা যাতে উদ্ধার হয় সেই আবেদন পরিবারের।

জানা গিয়েছে নিখোঁজ ওই নাবালিকার নাম সালমা খাতুন (১৭)। মানিকচক শিক্ষা নিকেতন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর পরীক্ষার্থী। এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ওই নাবালিকা। পরিবার সূত্রে জানা গেছে স্বভাবে অত্যন্ত শান্ত নম্র নিখোঁজ নাবালিকা। গত সোমবার বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার নাম করে বের হয়। কন্যাশ্রীর আবেদন করার বিষয়টি জানিয়ে বাড়ি থেকে বেড়াই ওই নাবালিকা। তারপর থেকে কোনো হদিস মেলেনি। আত্মীয় পরিজন বন্ধুবান্ধব সকলের সাথে খোঁজ-খবর নিল কোন খোঁজ পাওয়া যায়নি। অবশেষে মানিকচক থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করে পরিবারের সদস্যরা। তবে চার দিন পার করলো এখনো কোনো হদিস মেলেনি ওই নাবালিকার। বৃহস্পতিবার আবারো নাবালিকার পরিবার সহ গ্রামবাসীরা মানিকচক থানার পুলিশের দ্বারস্থ হয়। দ্রুত তাদের পরিবারের সদস্য হন নাবালিকার যাতে উদ্ধার হয় সে আবেদন গ্রামবাসী সহ পরিজনদের।

পুলিশ সূত্রে জানা গেছে, নিখোঁজ এক নাবালিকাকে খুঁজতে তৎপরতার সাথে কাজ চালানো হচ্ছে। কোন হদিস পেলে তার ওপর দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights