মাটির টানে মাটির মেলা


শুভ ঘোষের রিপোর্টঃ কোভিড অতিমারীকে পরাজিত করে হস্তশিল্পীদের পাশে দাঁড়ানোর এক অনন্য উদ্যোগে শুরু হল ১০ দিনব্যাপী এক অভিনব মেলা, যেখানে শতাধিক হস্তশিল্পীর সৃজনশীল প্রতিভার সাক্ষর ছড়িয়ে থাকবে মেলা জুড়ে; সঙ্গে মনোগ্রাহী সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ দ্বিতীয় বর্ষ মাটির মেলার উদ্বোধন হয়ে গেল বারাসাতে খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার ও বিধায়ক অগ্নিমিত্রা পাল এবং জনপ্রিয় লোক সঙ্গীত শিল্পী তীর্থ ভট্টাচার্যের উপস্থিতিতে। সারা বাংলা থেকে হস্তশিল্পীরা তাঁদের পসরা নিয়ে উপস্থিত হয়েছেন বারাসাতের মেলায়। মাটির মেলায় মাটির তৈরি বিভিন্ন শিল্পকর্ম যেমন থাকছে, তেমনি পাটের তৈরি সামগ্রী, হ্যান্ডমেড পেপারের পণ্য, গাছ, শীতল পাটি, হাতে তৈরি সুগন্ধী, খাদির পোশাক, শাড়ি, হাতে তৈরি গয়না ইত্যাদি বিভিন্ন পণ্য সাজানো রয়েছে। এই শীতে মেলার পিঠে-পুলির স্টলও খাদ্যরসিকদের নজর কেড়েছে। বাংলার হস্তশিল্পের পাশাপাশি এই দশ দিনের মেলায় থাকছে সাংস্কৃতিক আয়োজন। বাংলার মাটির সুর গুঞ্জরিত হবে মেলা প্রাঙ্গনে বাউল ও ছৌ শিল্পীদের উপস্থাপনায়। বারাসাতের অভিনব গানের দল ‘গাছের জন্য গান’ থাকছে এই মেলায়। যারা গান গেয়ে উপার্জিত অর্থ দিয়ে সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে ম্যনগ্রোভ বৃক্ষ রোপণ করে। মেলার প্রথম দিনই আগত অতিথিদের মাতিয়ে দিতে থাকবেন লোকশিল্পী তীর্থ ভট্টাচার্য। এছাড়াও সঙ্গীত পরিবেশন করবেন শ্রাবণী সেন ও ইন্দ্রানী সেন। থাকবে কালিকাপ্রসাদ ভট্টাচার্যর স্মৃতি বিজড়িত দোহার গানের দলেরও অনুষ্ঠান। গ্রুপ থিয়েটারের দল লোককৃষ্টিও একটি নাটক পরিবেশন করবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights