মালদা : প্রতিবছরের মতো এই বছরও শক্তির আরাধনায় মাতলেন মালদা জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতির ব্যবসায়ীরা। মালদা বড়সাঁকো প্রগ্রেসিভ ভেজিটেবিল বিজনেসম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজন করা হলো শ্যামা কালী পুজোর। বৃহস্পতিবার সন্ধ্যায় যার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি তথা জেলা ব্যবসায়ী নেতা উজ্জ্বল সাহা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। জানা গেছে শ্যামা কালী পূজা উপলক্ষে অনুষ্ঠিত হয় এক বস্ত্র বিতরণ অনুষ্ঠানও। অসহায় দুঃস্থ এবং বন্যা দুর্গতদের হাতে শাড়ি ও শীত বস্ত্র তুলে দেন জেলা ব্যবসায়ী নেতা উজ্জ্বল সাহা। তার পাশাপাশি শ্যামা কালীপুজো উপলক্ষে আগামী শনিবার ওই ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয়েছে এক নরনারায়ণ সেবা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। এই বিষয়ে জেলা ব্যবসায়ী নেতা উজ্জ্বল সাহা জানান, মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলাশাসকের সহযোগিতায় এই মহান কর্মকাণ্ডের আয়োজন করা হয়েছিল।