সৌরভ গাঙ্গুলি উদ্বোধন করলো অজন্তা কোম্পানির নতুন জুতো


ইন্দ্রজিৎ আইচঃ আজ থেকে ৬৬ বছর আগে অজন্তা শু এর পথ চলা শুরু হয়েছিলো। প্রতিষ্ঠা করেছিলেন রবীন্দ্রনাথ বারিক। প্রথম হওয়াই চপ্পল অজন্তা নিয়ে আসে এই বাংলায়। দেখতে দেখতে ৬৬ বছর পার করে ফেললো সুনামের সাথে অজন্তা কোম্পানি। এর মধ্যে অনেক পরিবর্তন এসেছে জুতোর। নতুন টেকনোলজি, নতুন মডেল এমন কি ছোটো থেকে বড় সবার সব ধরনের জুতো বাজারে এনেছে অজন্তা শূ। সম্প্রতি আক্রপলিস মলে অজন্তার নতুন জুতো ইমপ্যাক্টটো – নেভিগেটর উদ্বোধন করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। এই জুতো গুলো যেমন ড্যান্সের জন্যে ব্যবহার করা যাবে আবার জিমের জন্যেও করা যাবে। সৌরভ এই অজন্তা সু ব্যবহার করেন, তিনি অজন্তার সাংবাদিক সন্মেলনে এই জুতো উদ্বোধন করে বলেন আমি ভরসা রাখি অজন্তার ওপর। আমি মনে করি সকলের পছন্দ হবে এই নতুন ধরনের জুতো। এই জুতো সম্পকে দুই খেলোয়াড় রণদীপ মৈত্র ও অঞ্জলী সারাওগী এই সাংবাদিক সন্মেলনে বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন অজন্তার দুই কর্ণধার সাগ্নিক বণিক এবং সুব্রত বণিক। এই দুই মালিক বলেন আমাদের ১০০০ হাজার ডিস্টিবিউটার আছে ও ৩৫ হাজার দোকান । ২০২৩-এর তাদের ব্যাবসার টার্ন ওভার ৫০০ কোটি টাকা।Indrajit Aich: The journey of Ajanta Shu began 66 years ago today. Founded by Rabindranath Barik. Ajanta was the first to bring slippers to this Bengal. Ajanta Company has passed 66 years with reputation. There have been many changes in shoes. Ajanta Shoes has brought new technology, new models and all types of shoes to the market for everyone from small to big. Former India captain Sourav Ganguly recently launched Ajanta’s new shoe Impactto – Navigator at Acropolis Mall. These shoes can be used for dancing as well as for the gym. Saurabh used this Ajanta shoe, he inaugurated this shoe at Ajanta’s press conference and said I trust Ajanta. I think everyone will love this new type of shoe. Two players Randeep Maitra and Anjali Saraogi spoke at this press conference about this shoe. Two prominent merchants of Ajanta, Sagnika Vanik and Subrata Vanik, were present. These two owners said we have 1000 thousand distributors and 35 thousand shops. Their business turnover of 2023 is Tk 500 crore.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights