ইন্দ্রজিৎ আইচঃ থিয়েটার শাইন আয়োজিত ন্যাশনাল থিয়েটার ফেস্টিভাল ২৩ থেকে ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত হয়ে গেল মিনার্ভা থিয়েটারে। ফেস্টিভ্যালের প্রথম দিন অনুষ্ঠানটির শুভ সূচনা করেছেন রাজ্য সঙ্গীত- নাটক অ্যাকাডেমি সচিব হৈমন্তী চ্যাটার্জী, হুগলি জেলা পরিষদের পূর্ত- কর্মাধক্ষ্য সুবীর মুখার্জী, নাট্য- ব্যক্তিত্ব অমিত রোশান। কলকাতা – বিহার সহ সর্বমোট তিনটি নাট্যদল তিন দিন ধরে নাটক পরিবেশন করেছেন। উদ্বোধনের দিন বালীগঞ্জ স্বপ্নসূচনা পরিবেশন করেছে নাটক “হৃদপিণ্ড”। দ্বিতীয় দিন থিয়েটার শাইনের পক্ষ থেকে নাট্য সম্মান দ্বারা সম্মানিত করা হয়েছে শ্রী সন্তু সাধুখা। নাট্য সম্মান জ্ঞাপন করেছেন অনির্বাণ সেন । দ্বিতীয় দিনে বিহারের নাট্যদল আশীর্বাদ রঙ্গমণ্ডল দ্বারা পরিবেশিত হয়েছে “বিদেশিয়া”। তৃতীয় অর্থাৎ অনুষ্ঠানের শেষ দিনে একটি সেমিনারের আয়োজন করা হয়েছিল। সেমিনারের বিষয় রাখা হয়েছিল “থিয়েটার: নির্মাণ ও প্রসারণ”। সেমিনারে বক্তব্য রেখেছেন তিন জন স্বনাম ধন্য নাট্য নির্দেশক দেবব্রত ব্যানার্জী, রাজেশ দেবনাথ ও দীপ চক্রবর্তী। সেমিনারটি সঞ্চালনা করেছেন তমাল মুখার্জি। শেষ দিনে কলকাতা শোহন নাট্য পরিবেশন করেছেন, নাটক “জেরা”।