শুভ ঘোষের রিপোর্টঃ বরানগর নোয়াপাড়া পুলিশ কোয়ার্টারে 10 বছরের নাবালিকাকে শ্লীলতাহানি ও নিগ্রহের অভিযোগ উঠল।পরিবারের অভিযোগ বিকেলে পুলিশ কোয়ার্টারের বাচ্চারা খেলতে বেরিয়ে ছিল, সন্ধ্যে হয়ে যাওয়ার পরও ঘরে ফিরছিল না এই দশ বছরের নাবালিকা, এরপর মেয়েটি হঠাৎ কাঁদতে কাঁদতে বাড়ি এসে জানায় এক পুলিশ কোয়ার্টারে নতুন কোয়াটার তৈরীর রাজমিস্ত্রি তার সাথে অসভ্য আচরণ করে। এরপরে বরানগর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং অভিযুক্তকে আটক করে নিয়ে আসে । এরপরে পরিবারের পক্ষ থেকে বরানগর থানায় অভিযোগ দায়ের করেন ।