25 শে ডিসেম্বর 2021 এর শেষ মুহূর্তে দক্ষিণ কলকাতা বেহালা ক্লাব


শুভ ঘোষঃ আজ 25 শে ডিসেম্বর 2021 এর শেষ মুহূর্তে দক্ষিণ কলকাতা বেহালা ক্লাব হরিসভা মাঠ সংলগ্ন তিন দিনব্যাপী মেলা (পেটপুজো) চতুর্থ তম বর্ষে পদার্পণ করল। এই মেলা 24,25,26 (ডিসেম্বর2021) প্রত্যেকেই অবাধে প্রবেশ করতে পারবেন। উপস্থিত ছিলেন দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায় এবং 131 নম্বর ওয়ার্ডের বিধায়িকা শ্রীমতি রত্না চট্টোপাধ্যায় ও তৃণমূল নেতা নির্বেদ রায়, বেহালা ক্লাবের সেক্রেটারি বরুণ প্রামাণিক, ক্লাবসদস্য বরুণ সেন আরও বিশিষ্টজন উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights