জলপাইগুড়ি:- ফের বুর্জ খলিফা জলপাইগুড়ি শহরে। অবাক হচ্ছেন? না, এবারের বুর্জ খলিফা কোনো মন্ডপ সজ্জায় নয়। বড়দিন উপলক্ষে কেক দিয়ে বিশাল আকারে তৈরি করা হয়েছে এই বুর্জ খলিফা। এটি নিলামে উঠছে জলপাইগুড়ি শহরে। জলপাইগুড়ি শহরের বাবু পাড়ার একটি কেক প্রস্তুতকারী সংস্থা বুর্জ খলিফাটি তৈরি করেছে। প্রতি বছর বড় দিনের উৎসবকে কেন্দ্র করে এই কেক প্রস্তুতকারী সংস্থা কিছু না কিছু তৈরি করে চমক দেয়। এবারও তার অন্যথা হয়নি। ২৪ ডিসেম্বর থেকে এই বুর্জ খলিফা দেখতে পারবেন শহরবাসী। সংস্থার কর্মী অমল সরকার বলেন, ” কাজু, কিসমিস, ডিম সহ বিভিন্ন জিনিস দিয়ে বুর্জ খলিফা কেক তৈরি করা হয়েছে। সাড়ে তিন ফুট উচ্চতা এই কেকের। সংস্থার কর্ণধার রঞ্জনা সাহা বলেন,”বুর্জ খলিফার আদলে কেক তৈরি করা হয়েছে। ২৪ ডিসেম্বর থেকে কেকটি নিলাম করা হবে। যে সংস্থা সবচেয়ে বেশি দাম দেবে, তাদের হাতে তুলে দেওয়া হবে কেকটি।”