মালদাঃ মহিলার চুল কেটে মারধর করাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদহ শহরের পুরাটুলি হঠাৎ কলোনী এলাকায়। শুক্রবার সকালে ঘটনা কে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ ওই মহিলা তার নিজের ভাইপোর সাথে অবৈধ সম্পর্কের জড়িয়ে পড়ে। তারি জেরে মানসিক অবসাদে তার ভাইপো কয়েকদিন আগে আত্মঘাতী হয়। তারপর থেকেই এলাকা ছাড়া ছিল ওই মহিলা। শুক্রবার সকালে বাড়িতে আসতেই মহিলাকে ধরে মারধর শুরু করে মৃত ব্যক্তির স্ত্রী ও পরিবারের লোকেরা। অভিযুক্ত মহিলার চুল কেটে নেওয়ার অভিযোগ ওঠে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ছুটে আসে ইংরেজ বাজার থানার পুলিশ।
Malda: A woman’s hair was chopped off and beaten up in Malda town’s Puratuli Sudden Colony area. On Friday morning, there was a huge uproar over the incident. It is alleged that the woman was involved in an illicit relationship with her own nephew. His nephew committed suicide a few days ago due to mental exhaustion. The woman had been out of the area since then. On Friday morning, the wife and family members of the deceased started beating the woman as soon as she came home. The accused woman was accused of cutting her hair. On receiving the news, english bazar police rushed to the spot.