বিশ্বজিৎ নাথঃ নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৬৬ তম জন্মদিন উপলক্ষে ভাটপাড়ার ৯ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যগে বুধবার কাঁকিনাড়ার কাঁটাডাঙা ময়দানে ঘটা করে জন্মদিন পালন করা হয়। জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম ৬৬ পাউন্ড ওজনের কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন। এই অনুষ্ঠানের অন্যতম উদ্যক্তা কো-অর্ডিনেটর জ্যোতি সাউ ও অরুন সাউ, তরুণ সাউ। দলীয় সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে কোভিড বিধি মেনে স্বেচ্ছায় রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়েছিল। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন ভাটপাড়ার মুখ্য প্রশাসক গোপাল রাউত, উপ-প্রশাসক দেবপ্রসাদ সরকার, কো-অর্ডিনেটর মনোজ গুহ, সোহন প্রসাদ চৌধুরী, মোহন দাস, ভাটপাড়ার তৃণমূল যুব সভাপতি অমিত সাউ, ধর্মেন্দ্র সিং এবং তৃণমূল নেত্রী সংগীতা মিশ্র ও টুম্পা বিশ্বাস।