ইন্দ্রজিৎ আইচঃ সামনেই পয়লা বৈশাখ ১৪২৯। বাঙালীর বারো মাসের তেরো পার্বণের মতন ভোজন রসিক বাঙালীদের কাছে এক বিরাট সুখবর। আগামী ১৫,১৬,১৭ এপ্রিল শুক্রবার, শনিবার ও রবিবার সকাল থেকে রাত পর্যন্ত উল্টোডাঙ্গা হাডকোর মোড়ে গ্যালারি ৬৭ হোটেলে চলবে মাত্র ৭৯৯ টাকায় ৪৫ রকমের রকমারি খাবার। আজ এক সাংবাদিক সম্মেলনে এই হোটেলের কর্ণধার গৌতম কুমার পাল জানালেন আমাদের এই হোটেল মাত্র তিন বছরের। এর মধ্যে পূর্ব ও উত্তর কলকাতার ভোজন রসিক বাঙালীদের কাছে খুব প্রিয় হয়ে উঠেছে। বিভিন্ন সেফদের রকমারী খাবার রসোনায় তৃপ্ত করছে এতদিন ধরে।
পয়লা বৈশাখ এর ১,২,৩ এই তিনদিন বাংলার ও বাঙালীর সব ধরনের রান্না এখানে পাওয়া যাবে। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অভিনেত্রী পায়েল মুখার্জী, অভিনেতা যুধাজিৎ ব্যানার্জী, প্রতীক ঘোষ, রাজদীপ সরকার, কলকাতা পুলিশের প্রাক্তন পুলিশ কর্তা সুজয় কুমার চন্দ্র, এঞ্জেল রাহা, গ্যালারি ৬৭ জেনারেল ম্যানেজার শুভাশিস দাস সহ আরো বিশিষ্ট ব্যাক্তি বর্গ।
সকলেই এক কথায় গ্যালারী ৬৭ এর বিভিন্ন খাবারের প্রসংশায় পঞ্চমুখ। সবমিলিয়ে জমে উঠবে তিনদিনের বৈশাখী ভুরিভোজ।