ইন্দ্রজিৎ আইচঃ মহিলাদের কর্মপ্রচেষ্টা ও সাফল্যকে উৎসাহিত করার মহান উদ্দেশ্যে আজ এই বছরের ‘নারী শক্তি সম্মান’ খেতাব প্রদান করল ‘পিঙ্ক রোজেস এন্টারটেনমেন্ট’।
অতীন্দ্র অধর্ব ব্যাঙ্কোয়েট হলে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারহাটি-র বিধায়ক মদন মিত্র।
এছাড়াও সম্মানিত অতিথি রূপে হাজির হয়েছিলেন রাজনীতিবিদ সাব্বির আলি, সমাজকর্মী আরিফ নাসির ভট্ট, নেপালের সমাজকর্মী আভা অনুপমা সহ আরো অনেকে।
আজকের ‘নারী শক্তি সম্মান’ অনুষ্ঠানে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিল আপ টাউন লাউঞ্জ-এর কর্ণধার জাভেদ আখতার, আম্মীজান রেস্তরাঁর কর্ণধার আফজল খাঁ এবং প্রসিদ্ধ প্রসাধনী সামগ্রী বিক্রেতা ল্যাকমে।
সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে পিঙ্ক রোজেস এন্টারটেনমেন্ট-এর নির্দেশিকা হিনা কৌসর জানিয়েছেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভাবান মহিলাদের খুঁজে বার করে তাঁদের কর্মোপযোগী মঞ্চ প্রদান করে জীবন পথে প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই কাজ করে চলেছে পিঙ্ক রোজেস এন্টারটেনমেন্ট। যে সকল মহিলারা নিজেদের প্রচেষ্টায় সমাজে প্রতিষ্ঠিত হতে পেরেছেন, সেই রকম কিছু মহিলাকে আজ সম্মানিত করা হল।”
বলে রাখা ভালো, নারী শক্তি সম্মান প্রদান অনুষ্ঠানের পাশাপাশি আজ ব্রাইডল রানওয়ে এবং গ্রুম রানওয়ে নামাঙ্কিত পৃথক দুটো কার্যক্রমেরও আজ শুভারম্ভ করেছে পিঙ্ক রোজেস এন্টারটেনমেন্ট।
Indrajit Aich: Pink Roses Entertainment today presented this year’s ‘Nari Shakti Samman’ with the great cause of encouraging women’s endeavors and success.
The award was presented in a grand ceremony at Atindra Adharva Banquet Hall.
Kamarhati MLA Madan Mitra was present as the chief guest on the occasion.
Politician Sabbir Ali, social activist Arif Nasir Bhatt, Nepali social activist Ava Anupama and many others also appeared as guests of honour.
Uptown Lounge owner Javed Akhtar, Ammeejan restaurant owner Afzal Khan and renowned cosmetics retailer Lakme extended their support to today’s ‘Nari Shakti Samman’ event.
Speaking to the media, Pink Roses Entertainment Director Hina Kausar said that Pink Roses Entertainment is working to find talented women scattered in different parts of the state and provide them with a suitable platform to establish them in life. Some of the women who have been able to establish themselves in the society through their own efforts are being honored today.”
It is good to say that apart from the women empowerment ceremony, Pink Roses Entertainment also launched two separate programs named Bridal Runway and Groom Runway today