“এক দেশ হ্যায়” – ভারতের ৭৮ তম স্বাধীনতা দিবসে সংগীত শ্রদ্ধাঞ্জলি / Ek Desh Hai – A Musical Tribute to India’s 78th Independence Day


ন্যাশনাল, ১৫ আগস্ট, ২০২৪: “এক দেশ হ্যায়” ভারত এবং এর সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি আলোড়ন সৃষ্টিকারী একটি সংগীত শ্রদ্ধাঞ্জলি, যা রচনা করেছেন উস্তাদ বিক্রম ঘোষ। ৭৮ তম ভারতীয় স্বাধীনতা দিবস উদযাপনের জন্য প্রকাশিত এই বিশেষ গানটি ভারতের বৈচিত্র্য এবং ঐক্যের মর্মকে ধারণ করে, দেশের ইতিহাস, ঐতিহ্য এবং জনগণের চেতনা উদযাপন করে। গানটি ইন্ডিয়ান আইডলের গায়কদের একটি প্রতিভাবান দল দ্বারা পরিবেশিত হয়েছে: আশিস কুলকার্নি, শুভদীপ চৌধুরী, অঞ্জনা পদ্মনাভন এবং অনন্যা পাল গেয়েছেন এখানে। প্রত্যেক কণ্ঠশিল্পী গানটিতে তাঁদের অনন্য শৈলী এবং কন্ঠের সুরেলা মিশ্রণ তৈরি করেছেন যা দেশাত্মবোধক উচ্ছ্বাসের সাথে অনুরণিত হয়। মাতৃভূমির প্রতি ভালবাসা, গর্ব এবং উৎসর্গের গল্প বলার জন্য তাঁদের কণ্ঠ একত্রিত হয়। “এক দেশ হ্যায়” ইটারনাল সাউন্ডস দ্বারা উপস্থাপিত। হৃদয়গ্রাহী গান লিখেছেন সুতপা বসু। গানের কথা ভারতের বিশাল এবং বৈচিত্র্যময় সংস্কৃতির প্রতি একটি কাব্যিক শ্রদ্ধা, যা এর মহিমান্বিত ল্যান্ডস্কেপ, প্রাণবন্ত উৎসব এবং এর জনগণের স্থায়ী চেতনার প্রতিচ্ছবি তুলে ধরে। গানের কথাগুলি ভারতের আত্মার মধ্যে প্রবেশ করে, শ্রোতাদের সেই মূল্যবোধ ও ঐতিহ্যের কথা মনে করিয়ে দেয় যা জাতিকে গঠন করেছে। ইটারনাল সাউন্ডস এর পেছনের মহারথীরা হলেন: মিঃ উৎসব পারেখ, ফিনান্সিয়াল মার্কেটস গুরু; মিঃ মায়াঙ্ক জালান, শিল্পপতি, কেভেনটার এগ্রো লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর; মিঃ গৌরাঙ্গ জালান, জাতীয় পুরস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতা ও উদ্যোক্তা; মিঃ বিক্রম ঘোষ, মিউজিক মায়েস্ত্রো। চারজন অংশীদার, যাঁরা সঙ্গীতের প্রেমিক এবং ভারতে প্রিয় সঙ্গীতের পুনরুত্থান দেখার প্রবল ইচ্ছে নিয়ে কাজ করে যাচ্ছেন। পীযূষ চক্রবর্তীর পরিচালনায় ভিডিওটি সুন্দরভাবে গানটির পরিপূরক হিসেবে দেখা যাবে। এটি ভারতের সৌন্দর্য এবং এর সংস্কৃতির বৈচিত্র্য প্রদর্শন করে। সারমর্ম হিসেবে বলা যায়, “এক দেশ হ্যায়” শুধু একটি গান নয় বরং ভারতীয় হওয়ার অর্থ কী তার উদযাপন। এটি দেশের স্বাধীনতা ও ঐক্যের জন্য অগণিত ব্যক্তিদের ত্যাগের একটি স্মারক এবং জাতির প্রতিটি কোণে যে সাংস্কৃতিক সমৃদ্ধির বিকাশ অব্যাহত রয়েছে তার একটি নিশ্চিতকরণ। প্রতিভাবান গায়ক এবং সৃজনশীল দলের সাথে বিক্রম ঘোষের সহযোগিতার ফলে এমন একটি সঙ্গীত হয়েছে যা প্রত্যেক ভারতীয়ের সাথে অনুরণিত হবে, তাদের জাতির মধ্যে দেশপ্রেম এবং গর্ববোধ জাগিয়ে তুলবে।

National, 15th August 2024: Ek Desh Hai is a stirring musical tribute to India and its rich cultural heritage, composed by the Maestro Bickram Ghosh. This special song, released to celebrate the 78th Indian Independence Day, captures the essence of India’s diversity and unity, celebrating its history, traditions, and the spirit of its people. The song is performed by a talented group of singers from Indian Idol: Ashish Kulkarni, Subhadeep Chowdhury, Anjana Padmanabhan, and Ananya Pal. Each vocalist brings their unique style and voice to the song, creating a harmonious blend that resonates with the patriotic fervour of the occasion. Their voices weave together to tell a story of love, pride, and dedication to the motherland. Ek Desh Hai is presented by Eternal Sounds, with heartfelt lyrics penned by Sutapa Basu. The words are a poetic homage to India’s vast and varied culture, evoking images of its majestic landscapes, vibrant festivals, and the enduring spirit of its people. The lyrics delve into the soul of India, reminding listeners of the values and traditions that have shaped the nation. The key players behind Eternal Sounds are Mr Utsav Parekh, Financial Markets Guru; Mr Mayank Jalan, Industrialist and Managing Director at Keventer Agro Ltd; Mr Gaurang Jalan, National winning maker & Entrepreneur; Mr Bickram Ghosh, Music Maestro. All four partners, are lovers of music and have a strong desire to see the resurgence of endearing music in India. The video, directed by Pijush Chakraborty, complements the song beautifully. It is a visual journey through India, showcasing its beauty and the diversity of its cultures. In essence, Ek Desh Hai is not just a song but a celebration of what it means to be Indian. It is a reminder of the sacrifices made by countless individuals for the freedom and unity of the country and an affirmation of the cultural richness that continues to thrive in every corner of the nation. The collaboration of Bickram Ghosh with the talented singers and creative team has resulted in a piece of music that will resonate with every Indian, evoking a sense of patriotism and pride in their nation.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights