8th International Conference on Recent Advances in Pain (ICRA Pain-2024


কলকাতাঃ ব্যথা আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে। ভারতবর্ষে ক্রনিক ব্যথার কষ্টে ভুগছেন মোট জনসংখ্যার ২২.৫% মানুষ। বিশ্বের কোনও কোনও দেশের ৪০ % পর্যন্ত মানুষ ক্রনিক ব্যথার শিকার। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ব্যথার প্রকোপ বাড়ে। হাঁটু, কোমর, কাঁধ, মেরুদণ্ড, মাইগ্রেন, ঘাড়, কাঁধ, হাত সহ শরীরের বিভিন্ন অঙ্গে ব্যথা তো আছেই সঙ্গে আছে ক্যানসারের অন্তিম পর্যায়ের ব্যথার মারাত্মক কষ্ট। ব্যথার ওষুধ সাময়িক ভাবে খাওয়া গেলেও দীর্ঘ মেয়াদি ব্যথার কষ্টের নিরাময় করা হচ্ছে ইন্টারভেনশনাল পেন ম্যানেজমেন্ট নামক বিশেষ চিকিৎসার সাহায্যে, এর সাহায্যে বেশিরভাগ ব্যথার উপশম করা হয় কোনও কাটা ছেঁড়া ছাড়াই। ক্রনিক ব্যথার পেছনে খুব যে মারাত্মক কোনও কারণ থাকে তা নয়, বেশির ভাগ ক্ষেত্রেই ডিজেনারেটিভ অর্থাৎ ক্ষয়জনিত কারণে ব্যথার সমস্যা হয়। অন্যদিকে টানা বসে কাজ, এক্সারসাইজের অভাবে ব্যথার সমস্যা বাড়ছে। বেশি বয়সে ব্যথার সমস্যা বাড়লেও অনেক সময় অল্প বয়স থেকেও ক্রনিক ব্যথা ভোগায় বলে জানালেন ইন্টারভেনশনাল পেন ম্যানেজমেন্টের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. গৌতম দাস। ব্যথার কষ্ট কমাতে বেশিরভাগ ক্ষেত্রে অ্যানালজেসিক ওষুধ আর সার্জারির সাহায্যে চিকিৎসা করা হয়। কিন্তু ব্যথার ওষুধ কোনও সমাধান নয়। ডা গৌতম দাস জানালেন ইন্টারভেনশনাল পেন মানেজমেন্টের একটা অন্যতম দিক হল রিজেনারেশন থেরাপি। অর্থাৎ বয়স, খেলাধুলো ও অন্যান্য কারণে অস্থিসন্ধি, পেশি, টেন্ডন, লিগামেন্ট ইত্যাদি ক্ষতিগ্রস্ত বা ডিজেনারেটেড হলে রিজেনারেশন থেরাপির সাহায্যে চিকিৎসা করলে রোগী দীর্ঘ দিন সুস্থ থাকেন।রাজারহাটের দরদিয়া পেন হাসপাতালের উদ্যোগে ৮ – ১০ মার্চ বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে 8th International Conference on Recent Advances in Pain (ICRA Pain-2024)সম্মেলনে দেশ বিদেশের ২৫০ জন ব্যথা বিশেষজ্ঞ চিকিৎসক অংশগ্রহন করবেন।
এই উপলক্ষে প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ডা গৌতম দাস ছাড়া উপস্থিত ছিলেন ডা. শুভময় নন্দ, ডা. নীরু নেপাল, ডা. বিন্দু চৌহান এবং ডা. সাবা আহমেদ। ডা দাস জানালেন যে অস্থিসন্ধি ক্ষয়ে গেলে কিংবা পেশি, টেন্ডন, লিগামেন্ট চোট পেয়ে ক্ষতিগ্রস্ত হলে রিজেনারেশন থেরাপি করে ক্ষতিপূরণ করা হয়। এই থেরাপিতে রোগীর শরীর থেকে রক্ত নিয়ে প্লেটলেট আলাদা করা হয়। প্লেটলেটে আছে আলফা গ্র্যান্যুয়েলস নামে এক বিশেষ গ্রোথ ফ্যাক্টর। এগুলি ক্ষতিগ্রস্ত অংশকে পুনরুজ্জীবিত করে তোলে। ফলে ব্যথা সেরে যায়। স্টেরয়েড ইঞ্জেকশন দিয়ে সাময়িক ভাবে ব্যথা কমানো হলেও রিজেনারেশন থেরাপি দিয়ে ব্যথা সারানোর পদ্ধতিটি অনেক বেশি টেঁকসই। আলট্রাসাউন্ড গাইডেড এই থেরাপিতে ক্ষতিগ্রস্ত অংশতে ওষুধ দেওয়ায় এই থেরাপি দ্রুত কার্যকর হয়। অতি সম্প্রতি আরও একটি অত্যন্ত কার্যকর চিকিৎসা পদ্ধতির সাহায্যে ইদানীং ব্যথা কমানো হচ্ছে, তা হল বোনম্যারো সেল থেরাপি। ইন্টারভেনশনাল পেন ম্যানেজমেন্টে অন্যান্য চিকিৎসা পদ্ধতিগুলির মধ্যে আছে ওজোন নিউক্লিওলাইসিস, পিআরপি, সিলেকটিভ নার্ভ রুট ব্লক, পারকিউটেনিয়াস মাইক্রোডিসেক্টমি, রেডিওফ্রিকোয়েন্সি নিউরোটমি সহ নানান পদ্ধতি। কোন রোগীর জন্য কি চিকিৎসা প্রয়োজন তা নির্ভর করে রোগীর সামগ্রিক অবস্থার ওপর। এগুলর কোনটিই কিন্তু সার্জারি নয়। সঙ্গে কিছু এক্সারসাইজ করা জরুরি। ইন্টারভেনশনাল পেন ম্যানেজমেন্ট সম্পর্কে সাধারণ মানুষের তো বটেই অনেক চিকিৎসকদের মধ্যেও সঠিক ধারণা নেই। এই ব্যাপারে সচেতনতা গড়ে তুলতে উদ্যোগী হয়েছেন। দীর্ঘদিন ধরে ডা. গৌতম দাস ও তাঁর টিম ব্যথার চিকিৎসার পাশাপাশি দেশ বিদেশের চিকিৎসকদের প্রশিক্ষণ দিচ্ছেন। আন্তর্জাতিক সম্মেলনে ব্যথার চিকিৎসায় ইন্টারভেনশনাল পেন ম্যানেজমেন্টের নতুন নতুন দিক নিয়ে আলোচনা হবে।

KOLKATA: Pain is intertwined with our lives. In India, 22.5% of the total population suffers from chronic pain. Up to 40% of people in some countries around the world suffer from chronic pain. The prevalence of pain increases with age. Knee, waist, shoulder, spine, migraine, neck, shoulder, hand pain in various parts of the body along with the severe pain of the last stage of cancer. While pain medications can be used temporarily, long-term pain management is done with a specialized treatment called interventional pain management, which relieves most pain without surgery. Chronic pain does not have a serious cause, in most cases it is caused by a degenerative disease. On the other hand, the problem of pain is increasing due to prolonged sitting work, lack of exercise. Although the problem of pain increases in old age, chronic pain is often suffered from a young age, said interventional pain management specialist Dr. Gautam Das. Most cases are treated with analgesic drugs and surgery to reduce the pain. But pain medication is not a solution. Dr. Gautam Das said that one of the aspects of interventional pain management is regeneration therapy. That is, if the joints, muscles, tendons, ligaments etc. are damaged or degenerated due to age, sports and other reasons, the patient remains healthy for a long time if treated with the help of regeneration therapy. 8th International Conference on Recent Advances in Rajarhat Dardia Pen Hospital will be held on March 8-10 at Biswa Bangla Convention Center. Pain (ICRA Pain-2024) conference will be attended by 250 pain specialists from all over the country.

On this occasion, Dr. Gautam Das was present at the press conference organized at the press club. Shubmoy Nanda, Dr. Neeru Nepal, Dr. Bindu Chauhan and Dr. Saba Ahmed Dr. Das said that if the joints are damaged or the muscles, tendons, ligaments are damaged due to injury, regeneration therapy is used to compensate. In this therapy, platelets are isolated from the patient’s blood. Platelets contain a special growth factor called alpha granules. They regenerate the damaged part. As a result, the pain is cured. Although steroid injections can temporarily reduce pain, regeneration therapy is much more durable. Ultrasound guided therapy is effective as medication is administered to the affected area. More recently, another highly effective treatment modality that has recently been used to reduce pain is bone marrow cell therapy. Other treatment options in interventional pain management include ozone nucleolysis, PRP, selective nerve root block, percutaneous microdiscectomy, radiofrequency neurotomy, etc. What treatment a patient needs depends on the patient’s overall condition. None of these are surgeries. It is important to do some exercise. Interventional pain management is not well understood by the general public and even by many doctors. Initiatives have been taken to create awareness in this regard. Dr. for a long time. Gautam Das and his team are training doctors from across the country as well as treating pain. The international conference will discuss new aspects of interventional pain management in the treatment of pain.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights