এক সচেতনতামূলক পথ নাটিকা নার্সিং প্রশিক্ষণ বিদ্যালয়ের ছাত্রীদের


মালদা: বিশ্ব এইডস দিবসকে সামনে রেখে এক সচেতনতামূলক পথ নাটিকা অনুষ্ঠিত হল মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং প্রশিক্ষণ বিদ্যালয়ের ছাত্রীরা এই পথনাটিকা পরিবেশন করেন। এইচআইভি এইডস নিয়ে রোগী,রোগীর আত্মীয় এবং সাধারণ মানুষকে সচেতন করা হয় এই পথনাটিকার মধ্যে দিয়ে। কিভাবে এই রোগীর সংক্রমণ ঘটে, এর উপায় সহ বিভিন্ন বিষয় পথনাটিকার মধ্যে দিয়ে তুলে ধরা হয়।

Malda: An awareness drama was held on the premises of Malda Medical College Hospital on the occasion of World AIDS Day. Students of the Nursing Training School of Malda Medical College Hospital performed the play. Patients, relatives of patients and the general public are made aware of HIV AIDS through this street play. Various issues, including how this patient’s infection occurs, the way it occurs, are highlighted through the street play.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights