মোহাম্মদ জাকারিয়াঃ উত্তর দিনাজপুর: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 25 এপ্রিল মঙ্গলবার থেকে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের জনসংযোগ যাত্রা ৷ ৩০ এপ্রিল এবং ১লা মে যাত্রার যষ্ট ও সপ্তম দিনে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় প্রবেশ করছেন অভিষেক ৷ উত্তর দিনাজপুর জেলায় তাঁর প্রথম কর্মসূচি রয়েছে। প্রথমে উত্তর দিনাজপুর জেলার চোপড়ার দিঘাবানায় সভা হয়, তারপরে জাতীয় সড়ক ধরে ইসলামপুরে কোর্ট ময়দানে দ্বিতীয় সভা হয়। সেখান থেকে চাকুলিয়ায় সভা করে এবং পরে করণদিঘী পৌঁছান তিনি। করণদিঘিতে রাত থেকে সোমবার সভা করবেন করণদিঘি হাই স্কুলে। তার পর ১ লা মে রায়গঞ্জে ও ইটাহারের সভা করবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রেখে বলেন সাধারণ মানুষ গোপন ব্যালটে ভোট দিয়ে তাঁদের পছন্দের প্রার্থীর নাম জানাতে পারবেন ৷ সেখানে তাঁদের নাম ও ফোন নম্বরের উল্লেখ থাকবে না ৷ এমনকী অনলাইনের মাধ্যমেও এই মত জানানো যাবে ৷Mohammad Zakaria: North Dinajpur: Trinamool Congress Public Relations Yatra started from Tuesday, April 25 under the leadership of All India General Secretary of Trinamool Congress Abhishek Banerjee. Abhishek is entering Uttar Dinajpur district of North Bengal on the 30th April and 1st May respectively on the seventh and seventh days of the journey. He has his first program in North Dinajpur district. The first meeting was held at Dighabana in Chopra in North Dinajpur district, followed by the second meeting at Court Maidan in Islampur along the National Highway. From there he held a meeting at Chakulia and later reached Karandighi. Karandighi will hold a meeting from night to Monday at Karandighi High School. After that, he will hold a meeting in Raiganj and Itahar on May 1. Speaking, Abhishek Banerjee said that common people can vote for their favorite candidate by voting in secret ballot. Their names and phone numbers will not be mentioned there This can be reported even through online.