Biswajit Roy Karimpur: আজ নদীয়ার করিমপুরে থানার মোড়ে একটি মোটর সাইকেলের সাথে একটি টোটোর মুখোমুখি সংঘর্ষ হয়। দুজন মহিলা সহ একজন ব্যক্তি আহত হয়। এই ঘটনায় এদের করিমপুর রুরাল হাসপাতালে ভর্তি করা হয়। মোটর সাইকেলটিকে আটক করেছে করিমপুর থানার পুলিশ। এই ঘটনায় এরিয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নদীয়ার করিমপুর থেকে। করিমপুর থানার পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে আসে ডিউটি অফিসার মতিউল বাবুর নেতৃত্বে মোটরবাইকটিকে আটক করা হয়।
Biswajit Roy Karimpur: Today a motorcycle collided head-on with a toto at karimpur police station intersection in Nadia. One person, including two women, was injured. They were admitted to Karimpur Rural Hospital. Karimpur police arrested the motorcycle. The incident triggered a stir in the area from Karimpur in Nadia. Police of Karimpur Police Station immediately reached the spot and arrested the motorbike under the leadership of Duty Officer Matiul Babu.