অরিজিৎ মাইতির রিপোর্টঃ আজ শুক্রবার সকালে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লকের অন্তর্গত দোকাণ্ডা গ্রামে শিশু শিক্ষা কেন্দ্রে পড়তে এসে মৃত্যু হল বছর তিনেকের এক ছাত্রের। জানা গেছে সুদীপ্ত মান্না নামে বছর তিনেকের ছাত্র সকালে পড়তে আসে নিজের গ্রামেরই দোকাণ্ডা শিশু শিক্ষা কেন্দ্রে। এদিন শিশুশিক্ষা কেন্দ্রের পাশেই একটি ডোবাতে দেহ উদ্ধার হয়। প্রাথমিক অনুমান ডোবাতে পড়ে গিয়েই মৃত্যু হয়। এই ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়ায়। শিশুশিক্ষা কেন্দ্রের শিক্ষিকাদের ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। পরে পাঁশকুড়া থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভ ওঠে। এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। ঘটনাস্থলে এলাকার বিডিও ধেনদূপ ভুটিয়া।
Arijit Maity’s report: A three-year-old student died while studying at a children’s education centre in Dokanda village under Panskura block of Purba Medinipur district on Friday morning. It is learned that Sudipta Manna, a three-year-old student, came to study in the morning at the Dokanda Children’s Education Center in his village. The body was found in a pond next to the Children’s Education Centre. According to preliminary estimates, he died after falling into the ditch. This incident caused a lot of tension. The villagers protested around the teachers of the children’s education center. Later, police of Panskura police station went to the spot. Protests erupted with the intervention of the police. There is tension in the area. BDO Dhendup Bhutia of the area is at the spot.