মর্মান্তিক দুর্ঘটনা করিমপুরে


নদীয়ার করিমপুরঃ আবারো ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। নদীয়া জেলার করিমপুর থানার অন্তর্গত পাঁচগাছির মোড়ে একটি বাসের সাথে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীর কাছ থেকে জানা যায় পিং, কি নামে একটি বাস পাঁচগাছি হয়ে বহরমপুরের দিকে যাচ্ছিল এবং উল্টো দিক থেকে একজন মোটরসাইকেল আরোহী করিমপুরের দিকে আসছিল। সেখানে পাঁচগাছি মোড় সংলগ্নস্থানে তাদের সংঘর্ষ হয়। করিমপুর থানার পুলিশ ঘটনাটিকে নিয়ন্ত্রণে আনে এবং বাসটিকে আটক করে। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল আরোহীকে করিম পূরুলাল হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কা জনক হলে তৎক্ষণাৎ তাকে বহরমপুর মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়।  ব্যক্তির নাম মিন্টু গাইন পিতা তোযাম গাইন বয়স আনুমানিক ৩০ বছর এবং করিমপুর বাধানপাড়ায় তার বাড়ি।

Karimpur of Nadia: A tragic accident happened again. A bus collided head-on with a motorcycle at Panchgachhi intersection under Karimpur police station in Nadia district. According to eyewitnesses, a bus named Ping, Ki was going towards Baharampur via Panchgachi and a motorcycle rider was coming towards Karimpur from the opposite direction. There they clashed at the place adjacent to panchgachi intersection. Karimpur police brought the incident under control and detained the bus. The motorcycle rider was admitted to Karim Purulal Hospital with serious injuries. When his condition deteriorated, he was immediately shifted to Berhampur Medical College.  The man’s name is Mintu Gain’s father Tojam Gain, who is around 30 years old and his home in Karimpur Badhanpara.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights