মালদা: দুটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ। আহত এক শিশুসহ তিন জন। এদের মধ্যে একজন মালদা জেলা আদালতের সরকারি কর্মী রয়েছেন। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে মালদা থানার আদমপুর এলাকায়। জানা গেছে আহতরা হলেন ভিকু মন্ডল, তার মেয়ে রুমা মন্ডল এবং তার নাতি দ্বীপ মন্ডল। জানা যায় এদিন সকালে মালদা জেলা আদালতের ওই সরকারি কর্মী ভিকু মন্ডল কর্মক্ষেত্রে যোগ দিতে মোটরবাইক নিয়ে আসছিলেন। সাথে ছিলেন তার মেয়ে এবং নাতি। আসার সময় মালদার আদমপুর এলাকায় উল্টো দিক থেকে আসা একটি মোটর বাইক তাদের ধাক্কা মারে। ঘটনায় তারা তিনজন আহত হয়। এরপর তাদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় । পাশাপাশি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী টোটো। ঘটনায় আহত তিনজন। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালদা শহরের ডগ পুকুর এলাকায়। এই ঘটনার পর আহতদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। জানা গেছে আহতরা হল ওই টোটোর চালক ভক্তি মন্ডল, টোটো যাত্রী কল্পনা মন্ডল এবং তার মেয়ে পূজা মণ্ডল। জানা যায় টোটোতে চালকসহ মোট ৬ জন যাত্রী ছিল। মালদা শহরের রথবাড়ি থেকে যাত্রী নিয়ে যাওয়ার সময় ডগ পুকুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে টোটো উঠে যায়। ঘটনায় আহত হয় তিনজন। এরপর তাদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।