মালদা: গাড়ির চাবিকে কেন্দ্র করে মদ্যপ অবস্থায় বাড়ির সামনে এসে গালিগালাজ, নিজেদের মধ্যে মারামারি। ঘটনার প্রতিবাদ করায় গভীর রাতে বাড়িতে চড়াও হয়ে একই পরিবারের আট জন সদস্যকে মারধর এবং বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল। বুধবার গভীর রাত্রে ঘটনাটি ঘটেছে ইংলিশ বাজার থানার রায়পুর এলাকায়। বৃহস্পতিবার সকালে আহতদের চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসা হয়। জানা যায় বুধবার সন্ধ্যায় মদ্যপ অবস্থায় বাড়ির সামনে এসে গালিগালাজ এবং গন্ডগোল করছিল সুব্রত মন্ডল,বিশাল মন্ডল সহ বেশ কয়েকজন। এই ঘটনার প্রতিবাদ করেছিলেন কৃষ্ণ মন্ডল। অভিযোগ প্রতিবাদ করায় গভীর রাতে অভিযুক্তরা তাদের বাড়িতে চড়াও হয়ে কৃষ্ণ মন্ডল, শচীন মণ্ডল,সুশীল মণ্ডল, সাধন মন্ডল সহ একই পরিবারের আটজনকে মারধর করে এবং বাড়িতে ভাঙচুর চালায়। এরপর আহতদের উদ্ধার করে বৃহস্পতিবার সকালে নিয়ে আসা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। জানা গেছে এই ঘটনায় ইংলিশ বাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
Malda: In an inebriated state, he came in front of the house and abused them, fighting among themselves. Eight members of the same family were allegedly beaten up and the house was vandalized in the wee hours of Sunday night as they protested against the incident. The incident took place in Raipur area of English Bazar police station on Wednesday night. The injured were taken to Malda Medical College Hospital for treatment on Thursday morning. It is known that on Wednesday evening, several people, including Subrata Mandal, Vishal Mandal, came in front of the house in an inebriated state and abused and created ruckus. Krishna Mandal protested against this incident. In protest against the complaint, the accused stormed their house late in the night and beat up eight members of the same family, including Krishna Mandal, Sachin Mandal, Sushil Mandal, Sadhan Mandal, and vandalized the house. The injured were taken to Malda Medical College Hospital on Thursday morning. It is learned that a written complaint has been filed with English Bazar Police Station in this regard.