মুর্শিদাবাদে টোটোকে ধাক্কা বোলেরোর পথ দুর্ঘটনায় মৃত ১ মহিলা!


রাজেন্দ্র নাথ দত্ত:মুর্শিদাবাদ : বুধবার সকালে মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জের নতুন ডাকবাংলা জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা অবস্থায় যাত্রীবাহী অটোকে পিছন থেকে ধাক্কা বোলেরোর । আর তাতেই মর্মান্তিক মৃত্যু হল এক মহিলার। ওই মহিলার সঙ্গেই অটোয় ছিলেন তাঁর মেয়ে। তিনি আহত হলেও প্রাণে বেঁচে গিয়েছেন।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম মেরিনা বিবি (৫০)। বাড়ি সামশেরগঞ্জ থানার মালঞ্চা সিং পাড়া এলাকায়। এই দুর্ঘটনায় আহত হয়েছেন মৃত মহিলার মেয়ে অনুপনগর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন।মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে সুতির বাজিতপুরে বোনের বাড়ি থেকে মেয়ে এবং স্বামীর সঙ্গে অটোয় করে বাড়ি ফিরছিলেন ওই মহিলা। নতুন ডাকবাংলা জাতীয় সড়কে অটোটি দাঁড়ায়। তখনই পিছন থেকে দ্রুত গতিতে ছুটে এসে ফরাক্কাগামী একটি বোলেরো অটোটিতে সজোরে ধাক্কা মারে। তাতেই গুরুতর আহত হন মেরিনা বিবি ও তাঁর মেয়ে ইস্মোতারা খাতুন। তড়িঘড়ি তাঁদের অনুপনগর গ্রামীণ হাসপাতাল নিয়ে গেলে মেরিনা বিবিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘাতক বোলেরো গাড়িকে আটকে করে ক্ষিপ্ত জনতা। বোলেরো গাড়ির চালক পলাতক। ঘটনার খবর পেয়ে এসে ঘটনা স্থলে পৌঁছায় স্থানীয় থানার পুলিশ।অন্যদিকে বুধবার বিকেলে কান্দী বহরমপুর রাজ্য সড়কের উপর মনোহরপুরে ডাম্পার ও টোটোর ধাক্কায় জখম ৫ জন। আহতদের কান্দী মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights