বিপুল পরিমাণে মদ উদ্ধার‌ / recovered a large amount of alcohol


সুমিত ঘোষ, মালদা: আগামী ৭ই মে মালদায় তৃতীয় দফায় লোকসভা নির্বাচন। তার আগে নির্বাচন কমিশনের নির্দেশে জেলা পুলিশের উদ্যোগে শুরু হয়েছে নাকা চেকিং। আর এই নাকা চেকিং করার সময় শুক্রবার সকাল আনুমানিক এগারোটা নাগাদ ইংলিশ বাজার থানার অন্তর্গত লুকোচুরি ফাঁড়ির পুলিশ লুকোচুরি এলাকা থেকে বিপুল পরিমাণে মদ উদ্ধার‌ করল। জানা যায় আজ সকাল থেকেই লুকোচুরি ফাঁড়ির ইনচার্জ ছোটন প্রসাদের নেতৃত্বে নাকা চেকিং অভিযান চালানো হয়। ঠিক সেই সময় মহদীপুর থেকে একটি টোটোতে করে বিপুল পরিমাণে মদ নিয়ে আসা হচ্ছিল মালদার দিকে। লুকোচুরি এলাকায় টোটো আটকে তল্লাশি চালাতেই উদ্ধার হয় প্রায় ২০০ বোতল দেশি এবং বিদেশি মদ। ঘটনায় গ্রেফতার করা হয় উজ্জ্বল ঘোষ নামে ওই টোটো চালককে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Sumit Ghosh, Malda: The third phase of Lok Sabha elections will be held in Malda on May 7. Before that, Naka checking started on the initiative of the district police on the instructions of the Election Commission. During the checking of this canal, at around 11 a.m. on Friday, the police of the hiding outpost under the English market police station recovered a large amount of alcohol from the hiding area. It is known that the Naka checking operation was conducted under the leadership of Chhotan Prasad, in charge of the hiding outpost, from this morning. Just at that time, a large quantity of liquor was being brought from Mahdipur to Malda in a toto. Around 200 bottles of domestic and foreign liquor were recovered after the Toto was stopped and searched in the hideout area. The toto driver Ujwal Ghosh was arrested in the incident. An investigation into the entire incident has begun.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights