আলফা 66 ব্যাটেলিয়নের ক্যাম্প গুলিতে চলছে আজাদিকা অমৃত মহোৎসব


Purulia : ৬ থেকে ১৪ই আগস্ট পর্যন্ত সেন্ট্রাল রিজার্ভ ফোর্সের হেডকোয়ার্টার গোয়াল তোড়ের নির্দেশিকা অনুসারে পুরুলিয়া জেলার বিভিন্ন জায়গাতে অবস্থিত সিআরপিএcফর আলফা 66 ব্যাটেলিয়নের ক্যাম্প গুলিতে চলছে আজাদিকা অমৃত মহোৎসব। পুরুলিয়া জেলার বাগমুন্ডি, অযোধ্যা হিল,সুইসা ও মাঠা ক্যাম্পে এই হার ঘর তিরঙ্গা, মেরি মাটি মেরা দেশ ইত্যাদি বার্তা নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে চলেছেন সিআরপিএফ জওয়ানেরা। তিরঙ্গা সহযোগে এলাকায় বাইক রেলি, প্রতিটি বাড়িতে পতাকা উত্তোলনের জন্য জনসাধারণকে উদ্বুদ্ধ করা, ত্রিরঙ্গার গুরুত্ব সম্পর্কে মানুষকে জাগ্রত ও উদ্বুদ্ধ করা,শপথ গ্রহণ ও জাতীয় সংগীত গাওয়া, সামাজিক শপথ গ্রহণ ও তিরঙ্গা পতাকা বিতরণ করা, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের তেরঙ্গা পতাকা বিতরণের পাশাপাশি বৃক্ষরোপনে উৎসাহিত করা ইত্যাদি কর্মসূচি গুলি গ্রহণ করেছেন তাঁরা। এই সমস্ত কর্মসূচিতে উপস্থিত থাকছিলেন সিআরপিএফ এর আলফা 66 ব্যাটেলিয়নের সমস্ত অফিসার, আধিকারিক, জোয়ান এবং গ্রামবাসী থেকে শুরু করে সমাজের সমস্ত কিশোর, যুবকেরা। এই মহোৎসবে অংশগ্রহণের সাধারণ মানুষের উৎসাহ এবং উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

Purulia: The Azadika Amrit Mahotsav is being held from August 6 to 14 at camps of CRPACFOR ALPHA 66 battalion located at different places in Purulia district as per the guidelines of Central Reserve Force Headquarters Goal Tod. In Bagmundi, Ayodhya Hill, Suissa and Matha camps in Purulia district, CRPF personnel have been organising various programmes with the message of ‘Har Ghar Teranga’, ‘Meri Mati Mera Desh’ etc. They have taken bike rallies in the area with tricolour, encouraging people to hoist the flag in every house, awakening and motivating people about the importance of tricolour, swearing and singing of the national anthem, taking social oath and distributing tricolour flags, encouraging school students to plant trees along with distributing tricolour flags. All these programmes ranged from all the officers, officers, jawans and villagers of the Alpha 66 Battalion of the CRPF to all the teenagers and youth of the society. The enthusiasm and enthusiasm of the common people to participate in this festival was remarkable.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights