ইন্দ্রজিৎ আইচঃ আয়ুষমান খুরানা এই মুহুর্তে মুম্বাইয়ের এক জন জনপ্রিয় অভিনেতা ও নায়ক। জাতীয় পুরস্কার প্রাপ্ত এই অভিনেতা গতকাল কলকাতায় ঘুরে গেলেন তার নতুন ছবি “আনিক” এর প্রচারের জন্য। রাজারহাট নিউ টাউনের মিরাজ সিনেমা হলে সেই উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। আনিক ছবিটা নিয়ে অভিনেতা আয়ুষমান খুরানাকে প্রশ্ন করা হলে তিনি জানালেন এই ছবির প্রযোজক হলো টি সিরিজের কর্ণধার ভূষণ কুমার ও বেনারস মিডিয়া ওয়ার্কস।আগামী ২৭ শে মে ২০২২ শুক্রবার সারা ভারতে এই রাজনৈতিক থ্রিলার “আনিক”ছবিটি মুক্তি পাচ্ছে। এই ছবির ট্যাগ লাইন হলো “জিতেগা কন… হিন্দুস্তান”।
ছবির পরিচালক হলেন অনুভব সিনহা। এই প্রতিবেদকের এক প্রশ্নের উত্তরে আয়ুষমান খুরানা জানালেন প্রধানত উত্তর পূর্ব ভারতের সাথে অন্য দেশের দ্বন্দ্বের যে মূল কারন, চোরা চালান, সীমান্ত সমস্যা এবং অনুপ্রবেশ ও রাজনৈতিক যে বোঝাপরা এইগুলো এই ছবির মূল বিষয়। পুরোপুরি এ্যাকশান ছবি। শুটিং হয়েছে মেঘালয় ও আরো কিছু জায়গায়। বিভিন্ন ভাষার ব্যাবহার আছে। এক টানা ১৬ দিন শুটিং হয়েছে। কলকাতায় এসে খুব ভালো লাগছে। আপনাদের সাথে মিলিত হলাম। এখানকার রসগোল্লা ও মিষ্টি দই খেলাম। কলকাতা আমার খুব প্রিয় শহর, এর আগেও এসেছি। সাংস্কৃতিক শহর কলকাতা। আশা করি কলকাতা সহ সাড়া ভারতবাসীর আমার এই ছবি “আনিক” সকলের ভালো লাগবে।