সময়ের ডাকে সমবেত


আমরা ছোটোবেলায় পড়েছি

সময় চলিয়া‌ যায়‌ নদীর স্রোতের বায়‌,

অথবা

মৌমাছি মৌমাছি

কোথা যাও‌ নাচি নাচি

একবার দাঁড়াও না ভাই

ঐ‌ ফুল ফোটে‌ বনে

যাই‌ মধু‌ আহরণে ‌

দাঁড়াবার সময় তো নাই‌।
সময় আমাদের কাছে আসে আবার চলেও যায়‌ তার নিজস্ব ভঙ্গিতেই ‌‌।‌ তবে বুধ‌ বিকেলে কলকাতা প্রেস ক্লাব সাক্ষী হয়ে থাকলো এক অন্যরকম সময়ের মধ্যে ‌। বর্তমান সরকারের কাজের পর্যালোচনা করে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত করে সময়ের ডাক‌ নামে এক অন্যরকম সংগঠন ‌। বর্তমানে কেন্দ্রীয় সরকারের বাংলার প্রতি যে‌ আচরণ এবং দৃষ্টি ভঙ্গি তাও উঠে আসে এই সময়ের ডাকে‌ এই সংগঠনের সাংবাদিক সম্মেলনে ‌‌। পশ্চিমবঙ্গের বর্তমান সরকারের আমলে কি হয়েছে এবং বিগত সরকারের আমলে কি ছিলো তাও বিশ্লেষণ করা হয় এই আলোচনায় ‌। চলচ্চিত্র থেকে সাস্থ্য‌ ব্যবস্থা‌ বা সমাজের বিভিন্ন স্তরের বর্তমান সরকারের কাজের খতিয়ান তুলে ধরেন উপস্থিত অতিথিরা ‌।তারা বলেন মানুষ একটা দিক থেকে বিচার করে বাকি দিকগুলো নয় ‌ যেটা‌ অবশ্য বিশিষ্ট অতিথিদের কথায় তাদের পিড়া‌ দেয়‌।এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অভিনেত্রী অনামিকা সাহা‌/ পরিচালক হরনাথ‌ চক্রবর্তী/ চিত্রকর‌ যোগেন‌ চৌধুরী/ সাহিত্যিক‌ আবুল বাশার/ প্রখ্যাত‌ গায়ক ও সুরকার কবীর‌ সুমন / নাট্য‌ অভিনেত্রী অর্পিতা ঘোষ ‌এবং পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম‌ মুখ পূর্নেন্দু‌ বসু‌। উপস্থিত অতিথিরা প্রত্যেকেই‌ একটাই কথা বলেন সরকারের বিরোধিতার পাশাপাশি সরকারের ভালো কাজগুলোকেও‌ সামনে আনুন‌‌। বদলে দেওয়া নয় ‌,বাম‌ আমলে‌ যারা‌ বদল‌ চেয়েছিলেন তারা‌ আজ‌ও মমতা ব্যানার্জির প্রতি বিশ্বাসে অনড়‌।

We read as children

Time flies like a river,

or

Bee bee

Where to go dance dance

Don’t stop once brother

That flower blooms in the forest

Let’s get honey

There is no time to stand.

Time comes and goes with us in its own way. However, on Wednesday afternoon, Kolkata Press Club witnessed a different time. A different organization called the call of time held a press conference to review the work of the current government. At present, the central government’s attitude towards Bengal also comes up in the press conference of this organization. What has happened during the current government of West Bengal and what was during the previous government is also analyzed in this discussion. The present guests highlighted the work of the current government from movies to health system or different levels of society. They say that people judge from one aspect and not the other aspects, which, of course, torments them with the words of distinguished guests. Among the distinguished guests present in this event were actress Anamika Saha / director Harnath Chakraborty / painter Yogen Chowdhury / writer Abul Bashar / famous singer and composer Kabir Suman. / Theater actress Arpita Ghosh and Purnendu Bose, one of the faces of the West Bengal government. All the guests present speak the same thing, besides opposing the government, bringing forward the good works of the government. Not to change, those who wanted change during the left period are still adamant in believing in Mamata Banerjee.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights