মালদা: কালীপুজো উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও মহদীপুর সি অ্যান্ড এফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ভারত বাংলাদেশ সীমান্তে আয়োজন করা হল এক মেগা অঙ্কন প্রতিযোগিতার। বৃহস্পতিবার সকালে ভারত বাংলাদেশ সীমান্তের মহদীপুর এলাকায় ভাগীরথী নদীর তীরে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানের। জানা গেছে এদিন এই অংকন প্রতিযোগিতায় প্রায় চার হাজার ছাত্রছাত্রী অংশ নিয়েছিল। প্রতিযোগিতা শেষে প্রত্যেকটি পুরস্কৃত করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী প্রসেনজিৎ ঘোষ, সম্পাদক তাপস কুন্ডু, হৃদয় ঘোষ সহ অন্যান্যরা। তার পাশাপাশি আজ এবং আগামীকাল বিচিত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপস্থিত থাকবেন কলকাতা এবং মুম্বাইয়ের সঙ্গীত শিল্পীরা।