দুস্থ ছেলে-মেয়েদের নিয়ে চিত্র প্রদর্শনী


শুভ ঘোষের রিপোর্টঃ রেট্রো কলকাতা অর্গানাইজেশন আয়োজন করে সামার আর্ট ফেষ্টিভেল গ্যালারি গোল্ডে । তিন দিনব্যাপী অনুষ্ঠানে আয়োজন করা হয় দেশ-বিদেশ থেকে বিভিন্ন শিল্পীদের হাতের চিত্র পেইন্টিং, স্কাল্পচার এবং আর্ট ।প্রথমদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব তৃণমূল নেতা সৌম্য বক্সী, অভিনেতা অংশু বাচ, অভিনেত্রী নন্দিনী চ্যাটার্জি, সোমা ব্যানার্জি, অভিনেতা সন্দীপ দে, তবলাশিল্পী মল্লার ঘোষ, কবি ফুল্লোরা মুখোপাধ্যায় ও প্রথিতযশা সঞ্চালক মধুছন্দা তরফদার প্রমূখ ।
দ্বিতীয় দিন আয়োজন করা হয় বিশেষ এক প্রদর্শনী এবং লাইভ art workshop. সদ্য প্রয়াত বিশিষ্ট সংগীত শিল্পী কে কে কে ট্রিবিউট জানিয়ে। এই অনুষ্ঠানের মূল ভাবনা সম্পর্কে উদ্যোক্তা চন্দন পাল জানালেন, ” অনেক দুস্থ শিল্পীরা আছে যারা খুব ভালো কাজ করেন অথচ সঠিক প্লাটফর্ম পায় না আমরা তাদের ট্যালেন্টকে সবার সামনে তুলে ধরার জন্য এই রকম অনুষ্ঠানের আয়োজন করেছি প্রত্যেকবার ” মোট 45 আর্টিস্ট এসেছেন এখানে যোগদান করতে যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে belong koren ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights