শিয়ালের হামলায় জখম


মালদাঃ শিয়ালের হামলায় জখম এক মহিলা সহ দুই। শুক্রবার ভোররাতে ঘটনাটি ঘটেছে ইংলিশ বাজার থানা লক্ষীপুর এলাকায়। জানা গেছে জখম দুজনের নাম রাজিম শেখ এবং আরমিনা বিবি। স্থানীয় সূত্রে জানা যায় এদিন তাদের গোয়াল ঘরে শিয়াল ঢুকে যায়। ঠিক সেই সময় শিয়ালের হামলায় গুরুতরভাবে জখম হয় তারা দুজন। এরপর তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এদিকে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে।

Malda: Two people, including a woman, were injured in a fox attack. The incident took place in The English Bazar police station’s Laxmipur area in the early hours of Friday. The injured have been identified as Rajim Sheikh and Armina Bibi. According to local sources, the fox entered their cowshed on this day. At the same time, both of them were seriously injured in the fox attack. Later, they were rescued in a pool of blood and taken to Malda Medical College Hospital. Meanwhile, the incident has caused a lot of uproar in the entire area.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights